আমানসিম সাওতুল কোরআন ২০২৩ এ ঢাকা উত্তরে ইয়েস কার্ড পেলো ৫ক্ষুদে হাফেজ

জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৩, সিজন-৮ এর  ঢাকা উত্তরের অডিশন অনুষ্ঠিত হলো । ৪ জানুয়ারি ২০২৩ বুধবার উত্তরা মডেল হিফযুল কুরআন মডেল মাদরাসায় অডিশন গ্রহণ সম্পন্ন হয়।

বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষনে শ্রেষ্ঠ দুই প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। বিজয়ীরা হলো মো. তাওহিদুল ইসলাম, এস এম শফিউল্লাহ সাদি, মো. আফফান বিন সিরাজ, মোহা. নুরুদ্দীন জাকারিয়া ও তওসিফুর রহমান। এছাড়া ৫ জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।

বাছাই পর্বের এ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী সাইফুল ইসলাম আল হোসাইনী। ছিলেন হাফেজ ক্বারী নাজিরুল্লাহ। ঢাকা উত্তরা জোন পরিচালক হিসেবে ছিলেন হাফেজ ক্বারী মাওলানা সাঈদ আহমাদ আজমী।

প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রয়োজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে।

জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ এবং তৃতীয় স্থানকারী পাবে ১ লাখ টাকা নগদ  পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে দেয়া হবে সান্তনা পুরস্কার।

Spread the love
%d bloggers like this: