করোনায় মৃত্যু ৩ লাখ ৩৫ হাজার ছাড়াল, আক্রান্ত ৫২ লাখ

দুরন্ত ডেস্ক: কোভিড-১৯ মহামারীতে বিশ্বে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে দিন দিন।মৃত্যু এরইমধ্যে ৩ লাখ ৩৫ হাজার ছাড়িয়ে গেছে।

করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়াল্ডওমিটার বলছে, শুক্রবার বিকাল সোয়া ৪ টায় করোনায় সারা বিশ্বে মারা গেছে ৩ লাখ ৩৫ হাজার ৫৩ জন।আর আক্রান্ত হয়েছেন ৫২ লাখ ১৭ হাজার ২৫৩ জন।

তাদের মধ্যে বর্তমানে ২৭ লাখ ৭৮ হাজার ৪৯৪ জন চিকিৎসাধীন এবং ৪৫ হাজার ৬২০ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ২০ লাখ ৮০ হাজার ৯২১ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Spread the love
%d bloggers like this: