করোনা: বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়ালো

অনলাইন ডেস্ক: বিশ্বজুড়ে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহর থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এরপর থেকেই প্রাণঘাতী এই ভাইরাসটির মৃতের সংখ্যা নিয়ে বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য সমন্বয় করে একটি টালি প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয় ।

চীন থেকে ছড়িয়ে পড়ার পর করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইউরোপে। জার্মানি, ইতালি, স্পেনে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার জনের বেশি মানুষ। ইতালিতে শুক্রবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬২৭ জন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার৩২ জনে। স্পেনেও মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এদিকে ইরানের করোনা ভাইরাসে প্রায় ১ হাজার ৫শ জনের মৃত্যু হয়েছে।

বিশ্বের ১৬৬টি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ৬০ হাজার মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ হাজার মানুষ।

Spread the love
%d bloggers like this: