করোনা : সাংবাদিকদের নিয়ে আতঙ্কিত ট্রাম্প

দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিকরা ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে ভাইরাসটির সংক্রমণ ঘটাতে চায়। আর এই শঙ্কায় আতঙ্কিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজের এক কর্মীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা ডেইলি স্টার।

ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়, করোনা ভাইরাস নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে শঙ্কিত না হলেও ভেতরে ভেতরে সে আতঙ্কিত। এজন্য হোয়াইট হাউজে করোনা শনাক্তে সকল ব্যবস্থা রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।এছাড়া যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় চিন্তিত রয়েছেন ট্রাম্প।করোনা ভাইরাসের প্রভাবে দেশটির অর্থনীতি নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি।

আরেটি সূত্র জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা ভাইরাস নিয়ে শঙ্কা থাকলেও নির্বাচনী প্রচারণা বন্ধ রাখবে না।

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এছাড়া প্রাণঘাতী ভাইরাসটিতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন সাতশজন।

Spread the love
%d bloggers like this: