কুমিল্লায় ৩১২ জন হোম কোয়ারেন্টাইনে

প্রতিনিধি, কুমিল্লা: কুমিল্লার ১৭ উপজেলায় বিভিন্ন দেশ থেকে আসা ৩১২ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ২৪ জনের মধ্যে করোনাভাইরাসের কোনও লক্ষণ দেখা যায়নি। তারা স্বাভাবিক চলাফেরা করছেন।

এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান বলেন, বুধবার পর্যন্ত কুমিল্লার বিভিন্ন উপজেলায় করোনাভাইরাস আক্রান্ত দেশ থেকে আসা ৩১২ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে আছেন। ২৪ জন হোম কোয়ারেন্টাইনে থাকার পর তাদের মধ্যে করোনার কোন লক্ষণ পাওয়া যায়নি। যে কোন প্রবাসী দেশে ফেরার পর স্বাস্থ্য বিভাগ থেকে ১৪ দিন পর্যন্ত বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য তাদের পরামর্শ দেয়া হয়েছে। এ বিষয়টি প্রশাসন দেখাশোনা করছেন। এ ছাড়া সকলে নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকার পরামর্শ দেন এ কর্মকর্তা।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, এখন পর্যন্ত হাসপাতালে কোন করোনাভাইরাস আক্রান্ত রোগী ভর্তি হয়নি। ১৫ শয্যার আইসোলেশন ইউনিট প্রস্তুত রয়েছে। কিছু সরঞ্জাম এখানে নেই, এর চাহিদা পত্র পাঠানো হয়েছে। আশা করি চলতি সপ্তাহে সকল কিছু পাবো।

Spread the love
%d bloggers like this: