খুলনায় সাড়ে ৫ লাখ শিশুকে খাওয়ানো হবে কৃমিনাশক ট্যাবলেট

সংবাদদাতা, খুলনা: খুলনায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে প্রায় সাড়ে পাঁচ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। আগামী ৪-৯ এপ্রিল জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ-২০২০ বাস্তবায়ন উপলক্ষে বুধবার (৪ মার্চ) খুলনার স্কুল হেলথ ক্লিনিক সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে এ্যাডভোকেসি সভায় এই তথ্য জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ। সভায় জানান হয়, এবারে জেলার ৯টি উপজেলা ও দুইটি পৌরসভার দুই হাজার দুইশত ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট তিন লাখ ৮২ হাজার নয়শত আট শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। খুলনা মহানগরীতে পাঁচশ ৯১টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক লাখ ৫৭ হাজার তিনশত ৬০ জন শিশুকে এ ট্যাবলেট খাওয়ানো হবে। খুলনা জেলায় সর্বমোট পাঁচ লাখ ৪০ হাজার দুইশত ৬৮ শিশুকে কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে মেবেন্ডাজল খাওয়ানো হবে।

উপস্থিত ছিলেন আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, জেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহুল আমীন, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মুরাদ হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, খুলনা সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা স্বপন কুমার হালদার।

পাওয়ার পয়েন্টের মাধ্যমে কৃমি সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপন করেন শিশু বিশেষজ্ঞ ডা. মোঃ সরাফত হোসাইন। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Spread the love
%d bloggers like this: