চীন সীমান্ত বন্ধের দাবিতে হংকংয়ে চিকিৎসাকর্মীদের ধর্মঘট

দুরন্ত ডেস্ক
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়াসহ পাঁচটি দাবিতে ধর্মঘট শুরু করেছে হংকংয়ের মেডিকেল কর্মীরা।

সোমবার (৩ ফেব্রুয়ারি) হংকংয়ের হসপিটাল অথরিটি এমপ্লয়িজ অ্যালায়েন্সের (এইচএইএ) শত শত সদস্য ধর্মঘটে যোগ দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

নতুন করোনাভাইরাসে এ পর্যন্ত ১৫ জনের আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করেছে হংকং। এই পরিস্থিতিতে মেডিকেল কর্মীদের ধর্মঘট না যাওয়ার আহ্বান জানিয়েছে নগরীটির সরকার। তা সত্ত্বেও তাদের ১৮ হাজার সদস্যের মধ্যে দুই হাজার ৪০০ সদস্য ধর্মঘটে অংশ নিয়েছে বলে এইচএইএ জানিয়েছে।

সরকারের কাছে এইচএইএ-র জানানো দাবিগুলো হলো, মূলভূখণ্ড চীনের সঙ্গে সীমান্ত বন্ধ করা, জনগণের মধ্যে মাস্ক বিতরণ সহজ করা, সংক্রমণের বিরুদ্ধে লড়াইয়ে থাকা মেডিকেল কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ও সরবরাহ নিশ্চিত করা, রোগীদের জন্য যথেষ্ট পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা এবং ধর্মঘটী মেডিকেল কর্মীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা।

Spread the love
%d bloggers like this: