পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

প্রতিনিধি, খুলনা: খুলনায় পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। একরাম উল্লাহ নামে ও খুলনা সদরের রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা ব্যবহার করে পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন তিনি। সোমবার (২ মার্চ ) বেলা ৩টার দিকে আঙুলের ছাপ দেওয়ার সময় ব্যাপারটি ধরা পড়ে।

খুলনা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসের পরিচালক মোহাম্মদ তৌফিকু ইসলাম খান জানান, একরাম উল্লাহ পাসপোর্ট করতে এলে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার সময় তাকে রোহিঙ্গা ডেটাবেজে শনাক্ত করা হয়। পরে তাকে আটক করা হয়। তিনি বাংলাদেশে এসেছেন দুই-তিন বছর আগে এবং খুলনা মহানগরীর রেলওয়ে গার্ড কলোনির ঠিকানা দিয়ে পাসপোর্ট করার চেষ্টা করছিলেন।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ১০ হাজার টাকার বিনিময়ে পাসপোর্ট করার জন্য দালালের সঙ্গে তার চুক্তি হয়েছিল বলে স্বীকার করেন। তার মা আরফা খাতুন বর্তমানে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে রয়েছেন বলে তিনি জানান।

Spread the love
%d bloggers like this: