‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ পেলেন রাজশাহীর ২৯ মেধাবী শিক্ষার্থী

দুরন্ত ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আশার ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ পেয়েছেন রাজশাহীর ২৯ মেধাবী শিক্ষার্থী। বুধবার রাজশাহীর পবা উপজেলার বায়া আশ্রয় প্রশিক্ষণ কেন্দ্রে এই বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আশার প্রোগ্রাম ও এমএসএমই বিভাগের ইভিপি সাজ্জাদ হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী স্থানীয় সরকার অধিদফতরের উপ-পরিচালক পারভেজ রায়হান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুস সালাম, আশার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার আবদুল জলিল প্রমুখ।

আশার রাজশাহী ডিভিশনাল ম্যানেজার আবদুল জলিল জানান, ২০১৯ সালে পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি কলেজ ও সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ প্রাপ্ত আশার অস্বচ্ছল সদস্যদের পরিবারের ২৯ জন মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ২১ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এর মধ্যে ২০ হাজার টাকা আশা বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি ও এক হাজার টাকা যাতায়াতের খরচ। সব মিলিয়ে আশার পক্ষ থেকে ছয় লাখ নয় হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে বলে জানান তিনি।

Spread the love
%d bloggers like this: