বিশ্বকাপে অংশ নিতে দেশ ছেড়েছে সালমারা

অনলাইন ডেস্ক

২১ ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত নারী টি-টোয়েন্টে বিশ্বকাপে অংশ নিতে দেশটির উদ্দেশ্যে বাংলাদেশ ছেড়েছেন সালমা খাতুনরা। তবে পুরুষ দলের মতো সমীহ করার মতো শক্তিমত্তার দল নিয়ে যেতে পারেননি দলটি। তবে স্বপ্ন দেখছেন অন্তত দুটি ম্যাচ জেতার।

এ পর্যন্ত বাংলাদেশ নারী ক্রিকেট দলের সর্বোচ্চ অর্জন হলও এশিয়া কাপ জয়। তবে এখন পর্যন্ত বড় মাপের দলগুলোকে হারাতে পারেনি বাংলাদেশের নারীরা। তবুও বিশ্ব আসরে তাদের সামর্থ্যের সবটুকু উজাড় করেই খেলতে চায় টাইগ্রেস বাহিনী। দেশ ছাড়ার আগে নারী দলের অধিনায়ক সালমা খাতুন বলেন, ‘অন্তত দুটি ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই আমরা অস্ট্রেলিয়া যাচ্ছি। আমাদের লক্ষ্য হচ্ছে সামনে যাতে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমাদের কোয়ালিফাইং ম্যাচ খেলতে না হয়।

বাংলাদেশ দলের পেস বোলার জাহানারা আলম বলেন, ‘এখানে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের আর পেছনে ফিরে তাকাতে হবে না। আমাদের প্রস্তুতিও ভালো। আমরা প্রায় দুই সপ্তাহ আগে যাচ্ছি তাই সেখানকার কন্ডিশনিং ক্যাম্প আমাদের সাহায্য করবে।’

Spread the love
%d bloggers like this: