ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে প্রজেক্ট দেবীর সচেতনামূলক ক্যাম্পেইন

নিজস্ব প্রদতিবেদক: ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে সচেতনামূলক ক্যাম্পেইন করেছে প্রজেক্ট দেবীর তরুণ-তরুণী।

গত ১৮ অক্টোবর রবীন্দ্রসরোবর ও তৎসংলগ্ন এলাকায় প্রজেক্ট দেবীর পক্ষ থেকে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়।

বিশ্বব্যাপী অক্টোবর মাসকে ব্রেস্ট/স্তন ক্যান্সার সচেতনামূলক মাস হিসেবে পালন করা হয়। বর্তমান সময়ে এসেও স্তন ক্যান্সার নিয়ে মানুষের মাঝে বিভিন্ন কুসংস্কার ও অসচেতনতা বিরাজমান যার প্রমাণ আরেকবার পাওয়া যায় প্রজেক্ট দেবীর এই ক্যাম্পেইনে। ৯ জন স্বেচ্ছাসেবী সহ প্রজেক্ট দেবীর মোট ২১জন তরুণ-তরুণী এই ক্যাম্পেইনে অংশ নেয়। নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে স্তন ক্যান্সার বিষয়ে স্বল্পতম সময়ের মধ্যে জানানোর পাশাপাশি সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে তাদের মাঝে লিফলেট বিতরণ ও গোলাপী রিবন পরিয়ে দেয়া হয়।

ক্যাম্পেইনের আয়োজকরা জানান, বর্তমান যুগে এসেও মানুষের মাঝে স্তন ক্যান্সারের প্রতি নেতিবাচক মনোভাব কাজ করে, সংবেদনশীলতার কারণে অনেকটা “ট্যাবু” হয়ে আছে। কিন্তু অধিকাংশ মানুষই প্রজেক্ট দেবীর এই কাজকে সাধুবাদ জানায় এবং তাদের ভবিষ্যতের প্রতি শুভকামনা জানায়।

প্রজেক্ট দেবীর সিইও মো আবরার বলেন, প্রজেক্ট দেবী বিশ্বাস করে সচেতনতা ই হতে পারে স্তন ক্যান্সারের বিরুদ্ধে শক্তিশালী হাতিয়ার। তাই এই তরুণ-তরুণীদের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে হয়, “গোলাপী হয়ে উঠুক সচেতনতার রঙ”।।

Spread the love
%d bloggers like this: