ভারতে কোয়ারেন্টাইন শেষে দেশে ফিরলেন ২৩ বাংলাদেশি

দুরন্ত ডেস্ক: ভারতের দিল্লিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর শনিবার (১৪ মার্চ ) দেশে ফিরেছেন চীনের উহান থেকে আনা ২৩ বাংলাদেশি নাগরিক।

শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের বহনকারী ইনডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইট ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা ভাইরাসের সংক্রামণ পাওয়া না যাওয়ায় ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে দেশে ফেরার অনুমতি দেয়।

এর আগে বৃহস্পতিবার দিল্লিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষা হয়। এই ২৩ বাংলাদেশির বেশির ভাগই শিক্ষার্থী। তাদের সঙ্গে শিশুও রয়েছে।

চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সেখানে আটকা পড়া ভারতীয়দের ফিরিয়ে আনে ভারত সরকার। ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে সে সময় ২৩ বাংলাদেশিকেও ফেরত আনা হয়।

Spread the love
%d bloggers like this: