ভিক্ষা চাই এক বিন্দু মানবিকতা । আশরাফুল ইসলাম নির্ঝর

ভিক্ষা চাই এক বিন্দু মানবিকতা
আশরাফুল ইসলাম নির্ঝর

আমায় ভিক্ষা দাও এক বিন্দু মানবিকতা,
হে মহান মানবিক প্রভু।
আমি যেন আর না রাঙি খুনে
মারিনাকো নিজ স্বজাতিকে কভু।

কোন শিশুকে করিনা যেন
মাতৃ-পিতৃ হারা।
বিশ্বটাকে গড়ে তুলি যেন
মানবিকতার দ্বারা।

অমানুষিকতা দূর করে দাও
হে জগতের রব,
ভালবাসা দাও সবার মনে
দূর করো ঘৃণা সব।

যদি না দাও মানবিকতা
হে দয়াময়,
তবে নুহের প্লাবন দাও ফিরায়ে,
অমানবিক সব পশুগুলারে
মাটির সাথে দাও মিশায়ে।

শেষ রাত্তিরে মোর এই আর্তনাদ
ওগো দয়াময় তোমার তরে।
এই সংসারে সকলে যেন
মানবিকতা থেকে না যায় সরে।

সকলে যেন হয় মানবিক
এটাই আমার প্রার্থনা।
ফিরিয়ো নাকো হে সর্বেসর্বা
এ মনে দিয়ে সান্ত্বনা।

দাও গো ভিক্ষা মানবিকতা,
মনুষ্যত্ব দাও গো মোদের।
ভালবাসায় বাঁচুক সবে,
ধ্বংস করো সব পশুদের।

Spread the love
%d bloggers like this: