মৃত্যু | সাব্বির আসফাত

মৃত্যু

সাব্বির আসফাত

আবির্ভূত যেহুতু হয়েছি
দেহত্যাগ তো নিশ্চিত
সবচেয়ে কঠিনতম বিপদ মৃত্যু
ছাড় পাবে না কিঞ্চিৎ।

ওহে থাকো তুমি যেথায়
মহাবিশ্বের যেথায় কর অবস্থান
যতই কর গড়িমসি
একদিন ছেড়ে যাবে তোমার প্রান।

তুমি যেই ধর্মের হও
হিন্দু,মুসলিম,খ্রিস্টান,বোদ্ধ,শিক
একদা এই সপ্ত রঙে রঙ্গিন ধরনীকে
বিদায় বলতে হবে ঠিক।

কিসের এত অহংকার
রুপ,যৌবন,ধন-দৌলত এই?
যখন মৃত্যুমুখে পতিত হবে
দেখবে কিছুই তোমার নেই।

আজ তোমার কত শত আত্মীয়-স্বজন
মহাপ্রস্থানের পরে তোমায় ক’দিন
মনে রাখবে ক’জন?

যখন ফুরিয়ে আসবে তোমার আয়ু
হাজার কোটি চেষ্টা করলেও
শেষযাত্রায় অকেজ হবে তোমার স্নায়ু।

তোমাকে ঘিরে রেখেছে ধরণীর মায়াজাল
হবে তোমার সত্তা বিলোপ অভ্র এই কুঞ্জে
যেদিন হবে তোমার ইন্তেকাল!

Spread the love
%d bloggers like this: