লটারি জিতে কোটিপতি শিশু সালাহ

দুরন্ত ডেস্ক: লটারি জিতে কোটিপতি শিশু মোহাম্মদ সালাহ। চলতি সপ্তাহে দুবাই ডিউটি ফ্রি (ডিডিএফ) লটারিতে ১০ লাখ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৮ কোটি) পায় মোহাম্মদ সালাহ।

গালফ নিউজ জানায়, রামিস রহমান নামে আবুধাবিতে নিজের ১১ মাস বয়সী সন্তানের নামে টিকিটটি কেনেন। রমিজ হারমান নামে ওই ব্যক্তি কেরালার বাসিন্দা। দক্ষিণ ভারতের কেরালা থেকে তিনি দুবাইয়ে অভিবাসী। তিনি একটি বেসরকারি সংস্থায় হিসাবরক্ষকের কাজ করেন রমিজ। তার জেতা টিকিটটি নম্বর ছিল ১৩১৯।

মঙ্গলবার মাসিক এই লটারির ফলাফল ঘোষণা হলে দেখা যায়, সালাহর নামে কেনা টিকিটটি ১০ লাখ মার্কিন ডলারের জ্যাকপট জিতে গেছে।

রামিস রহমান বলেন, মোহাম্মদ সালাহ কিংবদন্তি ফুটবল খেলোয়াড়। আমি তাকে পছন্দ করি। তার পরিশ্রম ও যে শৈলীতে তিনি খেলেন তা আমি ভালোবাসি।ফুটবলের প্রতি নিজের অনুরাগের কথা জানিয়ে ওই ভারতীয় বলেন, আমি ভালো খেলতে পারি না। কিন্তু টেলিভিশনে খেলা দেখতে পছন্দ করি। তিনি আরো বলেন, লটারিতে পাওয়া অর্থ তিনি ছেলের ভবিষ্যতের জন্য খরচ করবেন।

Spread the love
%d bloggers like this: