শিক্ষার্থীদের সার্টিফিকেট ভাগাড়ে ফেলায় ছাত্রলীগের নিন্দা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান এলাকায় ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাড়া দিতে দেরি হওয়ায় বিনা নোটিশে তাদের সার্টিফিকেট সহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ৷

শুক্রবার (৩, জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, বা‌ড়ি ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিশে কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেট সহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে, যা কখনই কাম্য নয়। উক্ত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের সাথে উক্ত অমানবিক আচরণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী ভাই-বোনেরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যে যার মতো নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। করোনাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা অবলম্বন করা, বাড়িতে নিরাপদে থাকা এবং একারণে অনেক শিক্ষার্থী বাড়িওয়ালা ও মেস মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারছে না।

বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে এবং যেকোন মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

এছাড়াও ঐ বিজ্ঞপ্তিতে, বিদ্যমান করোনা সংকটে শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ না করে তাদের প্রতি সদয় হয়ে যৌক্তিক ও সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষ থেকে সকল বাড়িওয়ালা ও মেস মালিকদের প্রতি অনুরোধ জানানো সহ শিক্ষার্থীদেরকে বাড়িওয়ালাদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

Spread the love
%d bloggers like this: