সব আদালতের ছুটি বাড়ল ১৬ মে পর্যন্ত

দুরন্ত ডেস্ক: দেশব্যাপী করোনা সংক্রমণ মোকাবেলা ও বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ দেশের সব নিম্ন আদালতের ছুটি আগামী ১৬ মে পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলা ও এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৬ মে পর্যন্ত সব আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে।৬ মে বৌদ্ধ পূর্নিমার সরকারি ছুটিও এর সঙ্গে সংযুক্ত থাকবে।

এছাড়া ছুটিকালীন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এবং অধস্তন আদালতের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় গত ২৯ মার্চ থেকে সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব নিম্ন আদালত সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

Spread the love
%d bloggers like this: