হার্ড-কোর গেমিংয়ের জন্য গিগাবাইটের নতুন গ্রাফিক্স কার্ড

গিগাবাইট মাদারবোর্ডের একমাত্র পরিবেশক স্মার্ট টেকনোলজিস বাজারে এনেছে গিগাবাইটের ইন্টেল এক্স-৫৮ চিপসেটের নতুন একটি মাদারবোর্ড। ‘জিএ-এক্স৫৮এ-ইউডি৭’ মডেলের এ মাদারবোর্ড একাধারে বিদ্যুৎ সাশ্রয়ী, কপার কুলড ও জাপানিজ সলিড ক্যাপাসিটর ডিজাইন; ফলে একেবারেই গরম হয় না, লাইফসাইকেল ৫০ হাজার ঘণ্টা। এর অনবোর্ডে এনভিডিয়া মাল্টি-গ্রাফিক্স পাওয়ার ইউনিট (জিপিইউ), এসএলআই, এটিআই, ক্রসফায়ার-এক্স ইত্যাদি সংযোজিত হওয়ায় গেমিং ও গ্রাফিক্স কাজের জন্য অত্যন্ত উপযোগী।
মাদারবোর্ডটি দ্রুতগতির ইউএসবি ৩.০, থ্রি-এক্স ও ২.০ প্রযুক্তি এবং ইন্টেল ৩২ ন্যানোমিটার প্রসেসর, কোর-আই৭ প্রসেসর (সকেট এলজিএ ১৩৬৬) ও উইন্ডোজ-৭ সমর্থন করে। রয়েছে সাটা-থ্রি স্টোরেজ ইন্টারফেস, ডেটা ট্রান্সফার গতি ৫ জিবিপিএস, থ্রি চ্যানেল ডিডিআরথ্রি র‌্যাম, ইন্টেল এটিআই গ্রাফিক্স, ডুয়াল বায়োস, হাই ডেফিনেশন অডিও, ডলবি হোম থিয়েটার ইত্যাদি প্রযুক্তি সংবলিত। তিন বছরের বিক্রয়োত্তর সেবার এ মাদারবোর্ডটির দাম ৩০,৫০০/-।

Spread the love
%d bloggers like this: