News Desk, Author at Duranta Khobor https://durantakhobor.net/news/author/news-desk Welcome To Bangaldeshi Largest News Network Mon, 24 Feb 2020 13:41:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 News Desk, Author at Duranta Khobor https://durantakhobor.net/news/author/news-desk 32 32 167021010 দেশে কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী https://durantakhobor.net/news/2622?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a7%2587-%25e0%25a6%2595%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a7%258b-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25b0%25e0%25a7%258b Tue, 11 Feb 2020 10:41:11 +0000 https://durantakhobor.net/?p=2622 দুরন্ত ডেস্ক: দেশের কোথাও এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

The post দেশে কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: দেশের কোথাও এখন পর্যন্ত কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনাভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত স্বাস্থ্য সচেতনতায় করণীয় শীর্ষক বৈঠকে সভাপতির বক্তৃতায় তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন দেশের স্বাস্থ্য সেবা বিভাগের মাধ্যমে করোনাভাইরাস প্রতিরোধে ৯০ হাজার ২৪৫ জন বিদেশ ফেরত যাত্রীর করোনাভাইরাস সংক্রান্ত মেডিকেল স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে। যার মধ্যে সারাদেশে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৬৩০ জন যাত্রীর স্ক্রীনিং করা হয়েছে। এর মধ্যে ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিমান বন্দরে ৬ হাজার ১৬২ জন, নৌ-বন্দরে ২৪০ জন এবং সমুদ্র বন্দরসমূহ ৬ হাজার ২২৪ জন বিদেশ ফেরত যাত্রীর করোনা ভাইরাস পরীক্ষা শেষ হয়েছে।

গত ৭ ফেব্রুয়ারি থেকে দেশের বন্দরসমূহে বিদেশ ফেরত সকল যাত্রীর করোনাভাইরাস সতর্কতায় স্ক্রিনিং বাধ্যতামূলক করা হয়েছে। এখন পর্যন্ত দেশের কোথাও কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি। রংপুরে করোনাভাইরাস সন্দেহে সদ্য চীন ফেরত একজন শিক্ষার্থী ভর্তি হলেও স্বাস্থ্য পরীক্ষা শেষে তিনি করোনাভাইরাস মুক্ত বলে নিশ্চিত হওয়া গেছে।

এখন পর্যন্ত বিশ্বে প্রায় ৪০ হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং প্রায় সাড়ে আটশত মানুষ এই ভাইরাসে ইতোমধ্যে মারা গেছেন। বর্তমানে ভাইরাসটি চীনসহ ২৫টি দেশে প্রবেশ করেছে।

বৈঠকে স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর, স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান খান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, এনএসএস ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের লাইন ডাইরেক্টর ডা. মোস্তাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

The post দেশে কোনো করোনাভাইরাস রোগী সনাক্ত হয়নি : স্বাস্থ্যমন্ত্রী appeared first on Duranta Khobor.

]]>
2622
করোনা মোকাবিলায় ব্যর্থতা : চীনে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত https://durantakhobor.net/news/2618?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ae%25e0%25a7%258b%25e0%25a6%2595%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a7%259f-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a6%25a4%25e0%25a6%25be Tue, 11 Feb 2020 10:02:04 +0000 https://durantakhobor.net/?p=2618 দুরন্ত ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার দায়ে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীনা কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেক সিনিয়র কর্মকর্তারাও আছেন।

The post করোনা মোকাবিলায় ব্যর্থতা : চীনে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ব্যর্থতার দায়ে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে চীনা কর্তৃপক্ষ। এদের মধ্যে অনেক সিনিয়র কর্মকর্তারাও আছেন।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে হুবেই প্রদেশের স্বাস্থ্য কমিশনের প্রধান ও ডেপুটি ডিরেক্টরকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া দেশটির স্থানীয় রেড ক্রসের ডেপুটি ডিরেক্টরকেও পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, করোনা ভাইরাস মোকাবিলা ব্যর্থতার দায়ে শতশত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে, এদের অনেকের বিরুদ্ধে তদন্ত করা হয়েছে এবং সেইসঙ্গে সতর্কও করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দেশটিতে করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক লোকের মৃত্যু হয়েছে। এদিন করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু হয়। এতে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়ালো।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি দল চীনে পৌঁছেছে। ইতিমধ্যে ২০০২-০৩ সালে বিশ্বে আতঙ্ক সৃষ্টি করা সার্স ভাইরাসকেও হার মানিয়েছে করোনাভাইরাস।

এছাড়া চীনের বাইরে এই ভাইরাসে ফিলিপাইনে একজন এবং হংকংয়ে আরেক জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২৫ টি দেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। প্রতিনিয়ত এই ভাইরাসে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা দেয়।

The post করোনা মোকাবিলায় ব্যর্থতা : চীনে শত শত কর্মকর্তাকে চাকরিচ্যুত appeared first on Duranta Khobor.

]]>
2618
সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার https://durantakhobor.net/news/2615?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587-%25e0%25a6%259f%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25a1%25e0%25a7%2581%25e0%25a6%25ac Tue, 11 Feb 2020 09:54:07 +0000 https://durantakhobor.net/?p=2615 প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনে রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭০

The post সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজারের সেন্টমার্টিনে রোহিঙ্গাবাহী একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে, ১৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও ৭০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনো অনেকেই নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

কোস্টগার্ডের সেন্টমার্টিন স্টেশনের কমান্ডার নাইমুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাথরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার হয়েছেন কমপক্ষে ৬৭ জন। ট্রলারটিতে ১২০ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি।

তিনি বলেন, নিহত ব্যক্তিদের নাম-পরিচয় বা বিস্তারিত এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা নাগরিক।

উদ্ধারকৃতরা জানায়, তাদের সঙ্গে একশ ৫০ জন যাত্রী ছিল। উদ্ধারকৃত এসব নারী, শিশু ও পুরুষেরা উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বলে জানা গেছে। কোস্টগার্ডের আভিযানিক দল ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার এবং সাগরে জীবিত বা মৃতদেহ উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। তাই মৃতদেহ বৃদ্ধি পাওয়ার আশংকা রয়েছে।

The post সেন্টমার্টিনে ট্রলারডুবি : ১৫ রোহিঙ্গার লাশ উদ্ধার appeared first on Duranta Khobor.

]]>
2615
ঢাবি এলাকা থেকে মানবভ্রূণ উদ্ধার https://durantakhobor.net/news/2612?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%258f%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%25a5%25e0%25a7%2587%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25ac%25e0%25a6%25ad%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%2582 Tue, 11 Feb 2020 09:40:38 +0000 https://durantakhobor.net/?p=2612 প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী একটি মানবভ্রূণ উদ্ধার হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি)

The post ঢাবি এলাকা থেকে মানবভ্রূণ উদ্ধার appeared first on Duranta Khobor.

]]>
প্রতিবেদক, ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনের যাত্রীছাউনি থেকে ১২ সপ্তাহ বয়সী একটি মানবভ্রূণ উদ্ধার হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়। তবে কে বা কারা ভ্রূণটি ক্যাম্পাসে ফেলে গেছেন, সে বিষয়ে পুলিশ বা বিশ্ববিদ্যালয় প্রশাসন গতকাল পর্যন্ত সুস্পষ্ট কিছু জানতে পারেনি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানান, ভ্রূণটি পড়ে থাকতে দেখে একজন শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন করে জানান। প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়।

The post ঢাবি এলাকা থেকে মানবভ্রূণ উদ্ধার appeared first on Duranta Khobor.

]]>
2612
দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার https://durantakhobor.net/news/2608?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2583%25e0%25a6%25b6%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%25aa%25e0%25a6%25a6%25e0%25a7%258d%25e0%25a6%25ae%25e0%25a6%25be-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a7%2581%25e0%25a6%25b0 Tue, 11 Feb 2020 09:31:30 +0000 https://durantakhobor.net/?p=2608 প্রতিনিধি, শরীয়তপুর: পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে স্প্যানটি বসানো হয়। সেতুর জাজিরা

The post দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, শরীয়তপুর: পদ্মা সেতুর ২৪তম স্প্যান বসানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সোয়া একটার দিকে স্প্যানটি বসানো হয়। সেতুর জাজিরা প্রান্তের ৩০ ও ৩১ নম্বর খুঁটির ওপর এটি বসানোর হয়েছে। এতে সেতুর ৩ হাজার ৬০০ মিটার দৃশ্যমান।

এর আগে ২ ফেব্রুয়ারি পদ্মা সেতুর ২৩তম স্প্যানটি বসানো হয়। ৯ দিনের মাথায় বসল ২৪তম স্প্যান।

সেতুর সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্প্যানটি প্রস্তুত হওয়ার পর মাওয়া প্রান্তের ১২ ও ১৩ নম্বর খুঁটিতে অস্থায়ীভাবে বসানো হয়েছিল। আজ সকাল সাতটার দিকে মাওয়া প্রান্ত থেকে প্রায় তিন হাজার টন ওজনের স্প্যানটি নিয়ে রওনা হয় ভাসমান জাহাজ। ৩১ নম্বর খুঁটির কাছে পৌঁছায় সকাল ১০টার দিকে। এরপরই স্প্যানটি বসানোর কাজ শুরু করা হয়। বেলা ১টা ১৫ মিনিটের সময় স্প্যানটি খুঁটির ওপর বসানো হয়।

৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর ৪২টি খুঁটিতে ৪১টি স্প্যান বসবে। দ্বিতল সেতুটি কংক্রিট ও স্টিল দিয়ে নির্মাণ করা হচ্ছে। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড মূল সেতু নির্মাণের কাজ করছে। দ্বিতল এই সেতুর উপরিভাগ দিয়ে চলবে গাড়ি, আর নিচ দিয়ে চলাচল করবে ট্রেন।

The post দৃশ্যমান হলো পদ্মা সেতুর ৩ হাজার ৬০০ মিটার appeared first on Duranta Khobor.

]]>
2608
মাশরাফি-মুশফিকদের অভিনন্দনে সিক্ত আকবররা https://durantakhobor.net/news/2605?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b6%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25ab%25e0%25a6%25bf-%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25b6%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25ad%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%25a8%25e0%25a7%258d Mon, 10 Feb 2020 05:24:47 +0000 https://durantakhobor.net/?p=2605 দুরন্ত ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপজয়ীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এই বিশ্বকাপ যারা এনে দিয়েছে,

The post মাশরাফি-মুশফিকদের অভিনন্দনে সিক্ত আকবররা appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপজয়ীদের তালিকায় নাম লেখালো বাংলাদেশ। এই বিশ্বকাপ যারা এনে দিয়েছে, সেই টাইগার তরুণদের একে একে অভিনন্দন জানিয়েছেন দেশে সব সিনিয়র ক্রিকেটাররা। মাশরাফি, মুশফিক, মুস্তাফিজ, রকিবুল, ইমন, যেন দলের কেউই ভুলেননি তাদের অভিনন্দন জানাতে। এমনকি পাকিস্তানের শোয়াব মালিক, দক্ষিণ আফ্রিকার জেপি ডুমিনি জায়গা করে নিয়েছেন সেই তালিকায়।

বিশ্বকাপ জয়ের পরপরই নিজের উত্তরসূরিদের অভিনন্দন জানিয়ে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছেন, তোমরা ভবিষ্যতের দিকে চোখ রাখো। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে আমার শহরের ছেলে অভিষেক দাস।

এছাড়া রাকিবুল, শরীফুল, ইমন এবং দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ—সবাইকে অভিনন্দন। তুমি দুর্দান্ত আকবর (আলী)। শুধু আবেগটা ধরে রাখতে পারলেই হবে। কী অসাধারণ সাফল্য। বাংলাদেশের প্রতিটা মানুষের জন্য অনিন্দ্য সুন্দর মুহূর্ত।’

ফেসবুকে মুশফিকুর রহিম লিখেছেন, এ অভূতপূর্ব অর্জনকে নিজের ক্যারিয়ারের সেরা সাফল্য। ‘আলহামদুলিল্লাহ! কোনো সন্দেহ ছাড়াই আমি বলে দিতে পারি, বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এটাই আমার জীবনের সেরা সাফল্য। এই ছেলেরা আমাকে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি গর্বিত করল। অভিনন্দন সুপারস্টাররা।’

ফেসবুকের পাশাপাশি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকেও টাইগারদের অভিনন্দন জানিয়েছেন মুশফিক।

তরুণ ক্রিকেটারদের অভিনন্দন জানাতে ভুলেননি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তাদের অভিনন্দন জানিয়ে টুইট করেন তিনিও।

নতুন বিশ্বকাপজয়ী টাইগারদের অভিনন্দন জানানোর এই তালিকা থেকে বাদ পড়েননি ক্রিকেট তারকারাও। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করেন পাকিস্তানি তারকা ক্রিকেটার শোয়েব মালিক। লেখেন, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন। অনেক কাছ থেকে এই টুর্নামেট দেখেছি। তাই বলতে পারি, এখান থেকে অনেক প্রতিভাবান তরুণকে পাবে ক্রিকেট বিশ্ব। তাদের উন্নতিটাও বেশ চমকপ্রদ হবে।

টুইটারে টাইগারদের অভিনন্দন জানিয়েছেন দক্ষিণ ক্রিকেট তারকা জেপি ডুমিনি। তিনি লেখেন, পচেফস্ট্রমে বাংলাদেশের অনূর্ধ্ব- ১৯ বিশ্বকাপ ছিনিয়ে আনার অসাধারণ মুহূর্ত। ভালো খেলেছো ভারত। এই পুরো টুর্নামেন্টসহ আজকের ক্রিকেটের ধরণ ছিলো বিশ্বমানের। অভিনন্দন বাংলাদেশ।

The post মাশরাফি-মুশফিকদের অভিনন্দনে সিক্ত আকবররা appeared first on Duranta Khobor.

]]>
2605
ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা https://durantakhobor.net/news/2601?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ae-%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%258b-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%2582%25e0%25a6%25b2%25e0%25a6%25be Mon, 10 Feb 2020 05:13:09 +0000 https://durantakhobor.net/?p=2601 দুরন্ত ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া

The post ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারটি শিরোপা জয়ী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা। ভারতের দেয়া ১৭৮ রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ৪২.১ ওভারে ৭ উইকেট হারিয়ে জয় নিয়ে ইতিহাস গড়লো আকবর বাহিনী।

দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রমে পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের উড়ন্ত সূচনায় প্রথমবারের মতো কোন ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো বাংলাদেশ। এ জয়ের ফলে বাঙালী জাতিকে এক সুউচ্চ পাহাড়ের চূড়ায় নিয়ে গেলো বাংলাদেশ ক্রিকেট।

পচেফস্ট্রুমে টস হেরে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বেশি করতে পারেনি ভারতের যুবারা। ৪৭.২ ওভারে গুটিয়ে যায় দলটির ইনিংস। জবাব দিতে নেমে শুরুটা দারুণ হলেও একপর্যায়ে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে। ১০২ রানে ৬ উইকেট হারানো বাংলাদেশের জন্য ম্যাচটা কঠিনই ছিল।

কিন্তু অধিনায়ক আকবর আলী নির্ভার থেকে একপ্রান্তে লড়ে গেলেন। অপরাজিত ৪২ রান এল তার ব্যাট থেকে। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে একবার ফিরে গিয়েও আবার ব্যাটিংয়ে নেমে পারভেজ হোসেন ইমন খেললেন ৪৭ রানের ইনিংস।

ইমন দলীয় ১৪৩ রানে ফিরে গেলে আবার চাপে পড়ল বাংলাদেশ। কিন্তু আকবর থাকলেন অবিচল। তাকে যোগ্য সমর্থন দিয়ে গেলে রাকিবুল হাসান। জয় থেকে যখন ১৫ রান দূরে বাংলাদেশ তখন নামল বৃষ্টি।

খানিক সময় পর ফের খেলা শুরু হলে বাংলাদেশর সামনে নতুন লক্ষ্য দাঁড়াল ৪৬ ওভারে ১৭০।

বৃষ্টিতে যখন খেলা থেমেছিল বাংলাদেশের রান তখন ছিল ৪১ ওভারে ১৬৩/৭। অর্থাৎ ৪ ওভার কমে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজনীয় রান কমে দাঁড়ায় ৭-এ।

সুশান্ত মিশ্রার করা ৪২তম ওভারেই ৬ রান তুলে স্কোর লেভেল করে ফেলেন আকবর ও রাকিবুল। পরের ওভারে রকিবুলের ব্যাটে আসে উইনিং রান। নয় নম্বরে নেমে রাকিবুল অপরাজিত ছিলেন ৯ রান। ২৫ বলে ১ চারে নিজের ইনিংস সাজান।আর আকবর তার অনন্য ইনিংসটি খেলেছেন ৭৭ বলে ৪ চার ও ১ ছক্কায়।

যুব বিশ্বকাপে সবচেয়ে সফল চারবারের চ্যাম্পিয়ন ভারতকে হারিয়েই এখন বিশ্ব চ্যাম্পিয়ন বাংলাদেশ। নিজেদের ইতিহাসে প্রথমবার প্রতিযোগিতার ফাইনালে ওঠে এই কীর্তি বাংলাদেশের। আকবর-রাকিবুলরা তাই এখন ইতিহাসের অংশ।

The post ইতিহাসে নাম লেখালো বাংলাদেশের যুবারা appeared first on Duranta Khobor.

]]>
2601
ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন https://durantakhobor.net/news/2598?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2598%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a3%25e0%25a6%25bf%25e0%25a6%259d%25e0%25a7%259c%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25b0 Mon, 10 Feb 2020 04:30:23 +0000 https://durantakhobor.net/?p=2598 দূরন্ত ডেক্স : ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয় ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। ট্রেন ও ফেরি সার্ভিস

The post ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন appeared first on Duranta Khobor.

]]>
দূরন্ত ডেক্স : ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয় ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে।

উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এতে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন। দেশটি ২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।

The post ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন appeared first on Duranta Khobor.

]]>
2598
করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, রুশ মিডিয়ার নতুন তথ্য https://durantakhobor.net/news/2595?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a7%258d Sun, 09 Feb 2020 14:29:49 +0000 https://durantakhobor.net/?p=2595 দুরন্ত ডেস্ক: চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ওয়েব দুনিয়ায় নানা ধরণের ষড়যন্ত্র তত্ত্ব ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। কিন্তু রাশিয়ায়

The post করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, রুশ মিডিয়ার নতুন তথ্য appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাবকে কেন্দ্র করে ওয়েব দুনিয়ায় নানা ধরণের ষড়যন্ত্র তত্ত্ব ও ভুল তথ্য ছড়িয়ে পড়ছে। কিন্তু রাশিয়ায় এ ধরণের তত্ত্ব মূল সংবাদ অনুষ্ঠানেও গুরুত্ব পেয়েছে।

যেকোনো বিষয়ে ক্রমাগত চাপ সৃষ্টি করা বা খোঁচা দেয়ায় রাশিয়ার টেলিভিশন অনন্য, যাদের অন্যতম লক্ষ্য পশ্চিমা এলিটদের। বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দোষারোপ করা।

রাশিয়ার প্রধান একটি টেলিভিশন নেটওয়ার্ক চ্যানেল ওয়ান, ভ্রেমিয়া বা ‘সময়’ নামে সন্ধ্যায় তাদের মূল সংবাদ অনুষ্ঠানের মধ্যে করোনাভাইরাসের ষড়যন্ত্র তত্ত্ব প্রচারের জন্য একটি আলাদা সময় বরাদ্দ করেছে।

সেখানে দর্শকদের মধ্যে তারা এমন একটি অনুভূতি দেয় যে, এতে হয়তো কিছুটা সত্যও থাকতে পারে। শনিবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।

ভ্রেমিয়ায় সম্প্রতি সবচেয়ে অযৌক্তিক যে তত্ত্বটি প্রচার করা হয়েছে তা হলো, করোনাভাইরাসের ‘করোনা’ শব্দটি নিয়ে।

ল্যাটিন এবং রাশিয়ান-দুই ভাষাতেই করোনা শব্দের অর্থ মুকুট, তারা তাদের প্রতিবেদনে বলছে, এর থেকে ইঙ্গিত পাওয়া যায় যে, ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে কোনভাবে জড়িত।

আর এর কারণ হচ্ছে, তিনি সুন্দরী প্রতিযোগিতায় সভাপতিত্ব করেছেন এবং বিজয়ীদের হাতে মুকুট তুলে দিয়েছেন।

মূলত বিজ্ঞানীরা ভাইরাসের এমন নামকরণ করেছেন এগুলোর মুকুটের মতো আকারের কারণে। কিন্তু ভ্রেমিয়ার উপস্থাপক কিরিল ক্লেইময়োনভ ট্রাম্পের জড়িত থাকার সম্ভাবনা এখনই বাতিল করে দেয়ার বিষয়ে সতর্ক করেছেন।

তিনি বলেন, আপনি হয়তো বলবেন নির্বোধের মতো শোনাচ্ছে। তবে আমি আপনার সঙ্গে একমতই হতাম যদি এটা আমাদের প্রতিবেদকের প্রতিবেদনে না থাকত।

প্রতিবেদনে যেসব ভিডিও দেখানো হয় তাতে এটা স্বীকার করা হয় যে, মুকুটের এই তত্ত্ব ‘বানোয়াট’।

কিন্তু একপাক্ষিকভাবে এমন একজন বিশেষজ্ঞের মতামত নেয়া হয় যিনি বলেন, চীনের করোনাভাইরাস কৃত্রিমভাবে বানানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো কিংবা আমেরিকার ওষুধ কোম্পানিগুলো এর জন্য দায়ী।

প্রতিবেদনে ক্রেমলিনের মিডিয়া এবং কর্মকর্তাদের ছড়ানো কিছু পুরনো ও মিথ্যা তথ্য আবারো তুলে ধরা হয়। যাতে বলা হয়, জর্জিয়াতে যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগার রয়েছে যেখানে মানুষের উপর জৈবিক অস্ত্রের পরীক্ষা করা হয়।

এরপর চ্যানেল ওয়ানের প্রতিবেদক অনলাইনে ছড়িয়ে পড়া কিছু ষড়যন্ত্র তত্ত্ব থেকে কিছু বক্তব্য তুলে ধরেন যেখানে বলা হয়, নতুন করোনাভাইরাস শুধু এশিয়ার মানুষদের আক্রান্ত করে এবং এটা এক ধরণের ‘জাতিগত বায়ো ওয়েপন বা জৈবিক মারণাস্ত্র।’

তিনি স্বীকার করেন যে, ওই তথ্য ভুল প্রমাণিত করার সুস্পষ্ট প্রমাণ রয়েছে। কিন্তু পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘যেসব বিশেষজ্ঞরা এ বিষয়ে মন্তব্য করতে যথেষ্ট সতর্ক থাকেন, তারাও এই সন্দেহকে উড়িয়ে দিচ্ছেন না।’

ভ্রেমিয়া পোকাসহেট (সময় বলে দেবে) নামে চ্যানেল ওয়ানের প্রধান রাজনৈতিক আলোচনা অনুষ্ঠানে করোনাভাইরাস নিয়ে ষড়যন্ত্র তত্ত্ব প্রচুর পরিমাণে থাকে।

সংবাদ অনুষ্ঠানের তুলনায় এখনে আরো বেশি খোলাখুলি আলোচনা হয়। তবে মূলভাব থাকে এটাই যে, বিভিন্ন ধরণের পশ্চিমা উপাদান – যেমন ওষুধ কোম্পানি, যুক্তরাষ্ট্র বা এর সংস্থাগুলো কোন না কোনভাবে ভাইরাস তৈরিতে এবং তা ছড়িয়ে পড়তে সহায়তা করেছে, বা এটা নিয়ে অন্তত আতঙ্ক ছড়াতে সহায়তা করেছে।

এর উদ্দেশ্য হিসেবে তাদের প্রতিবেদনে বলা হচ্ছে যে, বড় বড় ফার্মা বা ওষুধ কোম্পানিগুলো করোনাভাইরাসের প্রতিষেধক তৈরি করে বড় ধরণের মুনাফা হাতিয়ে নিতে চায়। আর যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলা হচ্ছে, চীনের মতো ভূ-রাজনৈতিক প্রতিযোগীকে দুর্বল করতে এর অর্থনীতিতে আঘাত হানতে চাইছে তারা।

সূত্র: বিবিসি বাংলা

The post করোনাভাইরাস যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র, রুশ মিডিয়ার নতুন তথ্য appeared first on Duranta Khobor.

]]>
2595
করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ https://durantakhobor.net/news/2593?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8%25e0%25a6%25be-%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%259d%25e0%25a7%2581%25e0%25a6%2581%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%2582%25e0%25a6%25b0%25e0%25a7%258d Sun, 09 Feb 2020 14:10:46 +0000 https://durantakhobor.net/?p=2593 দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে এমন ২০ দেশের একটি তালিকা করেছে হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ওই

The post করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: করোনা ভাইরাসের ঝুঁকি রয়েছে এমন ২০ দেশের একটি তালিকা করেছে হামবোল্ট বিশ্ববিদ্যালয় ও রবার্ট কচ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। ওই তালিকায় ১৭ নম্বর অবস্থানে প্রতিবেশী ভারত থাকলেও নেই বাংলাদেশের নাম। যা স্বাভাবিকভাবেই খুব স্বস্তিদায়ক একটি খবর।

জার্মান ওই সমীক্ষায় বলা হয়েছে, ২০টি দেশের মধ্যে ভারতের স্থান ১৭। আর করোনাভাইরাস আপেক্ষিক আমদানির সম্ভাবনা ০.২১৯ শতাংশ।

বিশ্বের প্রায় চার হাজার বিমানবন্দরের ওপর পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে এই সম্ভাবনা ০.০৬৬ শতাংশ, মুম্বাইয়ের ছত্রপতি শিবাজিতে এই সংখ্যা ০.০৩৪ শতাংশ এবং কলকাতার নেতাজি সুভাষ বিমানবন্দরের সম্ভাবনা ০.০২০ শতাংশ। অল্প হলেও তালিকায় রয়েছে বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরবাদ এবং কোচি বিমানবন্দরও।

এক্সপেকটেড গ্লোবাল স্প্রেড অব দ্য নোভেল করোনাভাইরাস নামে এই সমীক্ষা যে ৪ হাজার বিমানবন্দরের ওপর করা হয়েছে, তার সঙ্গে আবার যুক্ত রয়েছে বিশ্বের প্রায় ২৫ হাজার বিমানবন্দর। এই ৪ হাজার বিমানবন্দরের বিমান ওঠানামার সংখ্যা, চরিত্র, গন্তব্য ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত করে সেই তথ্যের কম্পিউটার ভিত্তিক ও গাণিতিক বিশ্লেষণ করা হয়েছে।

সমীক্ষার উদ্দেশ্য ছিল করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার সম্ভাবনার আপেক্ষিক অনুপাত বের করা। আপেক্ষিক অনুপাত বের করা হয়েছে কত সংখ্যক সংক্রমিত মানুষ অন্য দেশে ভ্রমণ করছেন সেই তথ্য-পরিসংখ্যান বিশ্লেষণ করে।

সম্প্রতি সায়েন্স ম্যাগাজিনে এই সমীক্ষার ওপর একটি প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, কত সংখ্যক এবং কত সময়ের ব্যবধানে বিমান চলাচল করে, তার ওপর ভিত্তি করে বলা সম্ভব যে ওই নির্দিষ্ট এলাকায় করোনাভাইরাস আমদানির হার কেমন হতে পারে। বিমানবন্দর যত ব্যস্ত হবে, সেখানে ছড়িয়ে পড়ার সম্ভবনাও বেশি। এই তত্ত্বের ওপর ভিত্তি করেই সমীক্ষা করা হয়েছে।
ঝুঁকিতে থাকা ২০ দেশের মধ্যে প্রথমেই রয়েছে থাইল্যান্ড। এরপর রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে চীনের স্বায়ত্তশাসিত এলাকা হংকং ও তাইওয়ান।


সবচেয়ে ঝুঁকিতে থাকা শীর্ষ দশের বাকি দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কম্বোডিয়া। এরপর রয়েছে যথাক্রমে- অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, ম্যাকাও, ফিলিপাইন, রাশিয়া, কানাডা, ভারত, জার্মানি, সংযুক্ত আরব আমিরাত ও মিয়ানমার।

The post করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ ২০ দেশের তালিকায় নেই বাংলাদেশ appeared first on Duranta Khobor.

]]>
2593