বিশ্ব Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/বিশ্ব Welcome To Bangaldeshi Largest News Network Mon, 14 Oct 2024 08:59:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 বিশ্ব Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/বিশ্ব 32 32 167021010 ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর, আরও বড় হামলার হুশিয়ারি https://durantakhobor.net/news/5011?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25b9-%25e0%25a6%25a1%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8-%25e0%25a6%25b9 Mon, 14 Oct 2024 08:59:24 +0000 https://durantakhobor.net/?p=5011 লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। গতকাল রোববার ইসরায়েলের হাইফা এলাকার কাছে একটি ঘাঁটিতে ড্রোন

The post ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর, আরও বড় হামলার হুশিয়ারি appeared first on Duranta Khobor.

]]>

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের ওপর আরও হামলা চালানোর হুমকি দিয়েছে। গতকাল রোববার ইসরায়েলের হাইফা এলাকার কাছে একটি ঘাঁটিতে ড্রোন হামলা হওয়ার পর এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যেতে থাকে, তবে এর জবাবে দেশটিতে আরও হামলা চালানো হবে।

হিজবুল্লাহ আরও বলেছে, তারা একই সময়ে আকরে ও হাইফা অঞ্চলের বিভিন্ন এলাকায় ঝাঁকে ঝাঁকে ড্রোন উড়িয়েছে। এর মধ্যে কিছু ড্রোন প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে। ড্রোনগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা রাডারগুলোকে ফাঁকি দিতে পেরেছে। এগুলো রাডারে শনাক্ত হয়নি এবং তা হাইফার দক্ষিণে বেনইয়ামিনা প্রশিক্ষণকেন্দ্রে আঘাত করতে সক্ষম হয়। যেসব কক্ষে বিস্ফোরণ ঘটেছে, সেখানে ইসরায়েলি বাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা ও সেনা উপস্থিত ছিল।

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, হামলায় চার সেনা নিহত হয়েছেন। এটি ছিল গত ২৩ সেপ্টেম্বর থেকে ইসরায়েলি কোনো ঘাঁটিতে হওয়া সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা। লেবাননে হিজবুল্লাহর ওপর হামলা বাড়িয়েছে ইসরায়েল।

গতকাল ইসরায়েলের ঘাঁটিতে হামলার পর হিজবুল্লাহ হুঁশিয়ার করে বলেছে, লেবাননের জনগণের বিরুদ্ধে ইসরায়েল যদি হামলা চালিয়ে যেতে থাকে, তবে তাদের জন্য জবাব হিসেবে যা অপেক্ষা করছে, সে তুলনায় এ হামলা কিছুই নয়।

ইরান–সমর্থিত হিজবুল্লাহ বলেছে, ইসরায়েলি প্রতিরক্ষাব্যবস্থাকে ব্যস্ত রাখার লক্ষ্যে হাইফার উত্তরাঞ্চলে নাহারিয়া ও আকরে এলাকায় বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা। সশস্ত্র গোষ্ঠীটি একে ‘মিশ্র অভিযান’ আখ্যা দিয়েছে।

বেনইয়ামিনায় হামলা চালানোর দাবি করে হিজবুল্লাহ বলেছে, তারা হাইফা এলাকার দক্ষিণে সেনাবাহিনীর একটি ‘রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন ঘাঁটিতে’ ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

লেবানন থেকে ইসরায়েলে দুটি ড্রোন উড়ে আসার ঘটনার দুই দিন পর এ হামলা হলো। ওই ড্রোনগুলো ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করার পর দেশটির মধ্যাঞ্চলে বিমান হামলাজনিত সতর্কসংকেত বাজানো হয়েছিল। এ ঘটনায় তেল আবিবের উত্তর দিকের অন্তত একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এক বছরের বেশি সময় ধরে ইসরায়েলে নিয়মিত রকেট ও ড্রোন হামলা চালিয়ে আসছে হিজবুল্লাহ। তবে গত সেপ্টেম্বরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে জোরেশোরে লড়াই শুরু হওয়ার পর হামলার মাত্রা বেড়েছে।আয়রন ডোম ব্যবস্থাসহ বিভিন্ন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করার দাবি করেছে ইসরায়েল। হামলা কিংবা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে কিছু প্রাণহানির ঘটনা ঘটেছে।

লেবাননের সরকারি হিসাবে দেখা গেছে, ইসরায়েলের সঙ্গে দেশটির সংঘাতকে কেন্দ্র করে ১ হাজার ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

The post ইসরায়েলে ভয়াবহ ড্রোন হামলা হিজবুল্লাহর, আরও বড় হামলার হুশিয়ারি appeared first on Duranta Khobor.

]]>
5011
প্রতিবছরই বাড়ছে এভারেস্টের উচ্চতা https://durantakhobor.net/news/4968?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a6%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%259b%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d Tue, 01 Oct 2024 12:22:20 +0000 https://durantakhobor.net/?p=4968 গত ৮৯ হাজার বছরে এভারেস্ট পর্বত শৃঙ্গের উচ্চতা বেড়েছে প্রায় ১৫ থেকে ৫০ মিটার, যা প্রতি বছর বেড়েই চলেছে। সাম্প্রতিক

The post প্রতিবছরই বাড়ছে এভারেস্টের উচ্চতা appeared first on Duranta Khobor.

]]>
গত ৮৯ হাজার বছরে এভারেস্ট পর্বত শৃঙ্গের উচ্চতা বেড়েছে প্রায় ১৫ থেকে ৫০ মিটার, যা প্রতি বছর বেড়েই চলেছে।

সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে বিজ্ঞানীরা দাবি করেছেন, পর্বতশৃঙ্গটি থেকে পানি প্রবাহ ব্যবস্থার সঙ্গে একটি নদীর সংশ্লিষ্টতার ফলে এমনটি ঘটছে।

এক্ষেত্রে অরুণ নদী নিকটবর্তী আরেক নদীর সঙ্গে গিয়ে মেশে, যার নতুন পথ থেকে তৈরি হয়েছে গভীর অরুণ গিরিখাত, যেটি এভারেস্টের খুবই কাছাকাছি।

এভারেস্ট থেকে ৭৪ কিলোমিটার দূরের এ নদীর নেটওয়ার্ক ওই গিরিখাত ভেদ করে এগিয়ে যাচ্ছে, যার ফলে পর্বতশৃঙ্গটির উচ্চতা প্রতি বছর দুই মিলিমিটার করে বাড়ছে।

“মাউন্ট এভারেস্ট আসলে বড় এক পৌরাণিক গল্পের পর্বত, যা এখনও বেড়েই চলেছে,” বলেছেন ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া (ইউসিএল)’-এর ‘আর্থ সায়েন্সেস’ বিভাগের শিক্ষার্থী ও এ গবেষণা প্রতিবেদনের সহ-লেখক অ্যাডাম স্মিথ।

“আমাদের গবেষণায় দেখা গেছে, নিকটবর্তী এ নদী ব্যবস্থা যতটা গভীরে যাচ্ছে, ততই বিভিন্ন উপাদান শ্রোতে ধুয়ে যাচ্ছে আর এর ফলে অনেকটা স্প্রিংয়ের ওপর চাপ কমে যাওয়ার মতো অবস্থা তৈরি হচ্ছে এবং পর্বতশৃঙ্গটির উচ্চতা আরও বাড়ছে।”

এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, যার উচ্চতা আট হাজার আটশ ৪৯ মিটার, যেখানে হিমালয় পর্বতমালার দ্বিতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গের চেয়ে এর উচ্চতা প্রায় আড়াইশ মিটার বেশি।

এখন অরুণ নদী ও এর থেকে তৈরি গিরিখাত পূর্ব এভারেস্টের মধ্য দিয়ে নিচের দিকে প্রবাহিত হয়ে এর চেয়েও বড় কোশি নদী ব্যবস্থার সঙ্গে গিয়ে মেশে।

এভারেস্টের বিখ্যাত বেস ক্যাম্পে অভিযাত্রীরা প্রায়ই তাদের রুটে কোশির কিছু অংশ অতিক্রম করে থাকেন।

সহস্রাব্দ ধরে, অরুণ নদী এর তীরের কোটি কোটি টন মাটি ও পলিতে ভাঙন ধরিয়ে গভীর খাদ তৈরি করেছে।

এই বিপুল পরিমাণ পলিল সরে যাওয়ায় সেখানকার মাটির ওজন হালকা হয়ে গেছে, যার ফলে ভূপৃষ্ঠ ধীরে ধীরে ওপরের দিকে উঠছে। এভারেস্টের উচ্চতা বেড়ে যাওয়ার পেছনে ‘আইসোস্ট্যাটিক রিবাউন্ড’ নামের একটি প্রক্রিয়া কাজ করে বলে প্রতিবেদনে লিখেছেন এ গবেষণার লেখকরা।

ওই এলাকার ভূত্বকের নিচে উর্ধ্বমুখী চাপের পরিমাণ এখন মাধ্যাকর্ষণ শক্তির চেয়ে কিছুটা বেশি।

প্রতিবেদনটির সহ-লেখক ও ড. জিন-জেন দাই’র মতে, এভারেস্টের বিশাল উচ্চতা থেকেই সে এলাকায় এ ‘চমকপ্রদ’ নদী ব্যবস্থা গঠিত হয়েছে।

“উজানের দিকে প্রবাহমান অরুণ নদী একটি সমতল উপত্যকা দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে, যার উচ্চতা অনেক বেশি,” বলেন তিনি।

“পরবর্তীতে এটি হঠাৎ করে মোড় পাল্টে দক্ষিণে কোশি নদী হিসেবে প্রবাহিত হয়, যার ফলে এর উচ্চতা কমে আসার পাশাপাশি এর গতিপথও আগের চেয়ে খাড়া হয়ে ওঠে।”

“এ বিশেষ ধরনের টপোগ্রাফি এমন এক অস্থির পরিস্থিতি নির্দেশ করে, যার সম্ভাব্য যোগসূত্র আছে এভারেস্টের বিশাল উচ্চতার সঙ্গে।”

এ উচ্চতা বৃদ্ধির ঘটনা স্রেফ এভারেস্টের বেলাতেই ঘটে, বিষয়টি এমন নয়। বরং ‘এলহটসে’ ও ‘মাকালু’র মতো আশপাশের পর্বতেও এর প্রভাব দেখা যায়, যেগুলো যথাক্রমে বিশ্বের চতুর্থ ও পঞ্চম সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।

The post প্রতিবছরই বাড়ছে এভারেস্টের উচ্চতা appeared first on Duranta Khobor.

]]>
4968
নাসরাল্লাহর নিহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ https://durantakhobor.net/news/4953?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b9%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25a4%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a6%25ac%25e0%25a6%25b0-%25e0%25a6%25a8 Sat, 28 Sep 2024 12:44:17 +0000 https://durantakhobor.net/?p=4953 বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করার পর এ খবর নিশ্চিত করল গোষ্ঠীটি। লেবাননের হিজবুল্লাহ

The post নাসরাল্লাহর নিহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ appeared first on Duranta Khobor.

]]>
বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে হামলায় হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন বলে ইসরায়েল দাবি করার পর এ খবর নিশ্চিত করল গোষ্ঠীটি।

লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী তাদের প্রধান নেতা সাঈদ হাসান নাসরাল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে।

এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে, তারা ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। সেইসঙ্গে গাজা ও ফিলিস্তিনের সমর্থনে এবং লেবানন ও এর জনগণের সুরক্ষায়ও তারা লড়াই করে যাবে।

হিজবুল্লাহ নাসরাল্লাহর মৃত্যুর খবর জানানোর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছিল, শুক্রবার বৈরুতের দক্ষিণাঞ্চলীয় শহরতলীতে তাদের বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহ নিহত হয়েছেন।

এরপর নাসরাল্লাহর মৃত্যুর ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই হিজবুল্লাহর আল মানার টিভি কোরানের বাণী সম্প্রচার শুরু করেছে।

The post নাসরাল্লাহর নিহতের খবর নিশ্চিত করেছে হিজবুল্লাহ appeared first on Duranta Khobor.

]]>
4953
গাজায় ৩১৯৫ শিশু নিহত, নিখোঁজ ১ হাজার: সেভ দ্য চিলড্রেন https://durantakhobor.net/news/4647?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a7%25a9%25e0%25a7%25a7%25e0%25a7%25af%25e0%25a7%25ab-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b6%25e0%25a7%2581-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25b9%25e0%25a6%25a4-%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2596 Mon, 30 Oct 2023 10:19:56 +0000 https://durantakhobor.net/?p=4647 অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে। শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন

The post গাজায় ৩১৯৫ শিশু নিহত, নিখোঁজ ১ হাজার: সেভ দ্য চিলড্রেন appeared first on Duranta Khobor.

]]>
অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরায়েলি বিমান হামলায় ৩ হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে। শিশুবিষয়ক আন্তর্জাতিক সহায়তা সংস্থা সেভ দ্য চিলড্রেন গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

২০১৯ সাল থেকে প্রতিবছর সারা বিশ্বে সংঘাতের কারণে যত শিশু নিহত হয়েছে, এ সংখ্যা তার চেয়ে বেশি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) দেওয়া পোস্টে সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজায় নিহত শিশুর সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ, এখনো এক হাজার শিশু নিখোঁজ। আশঙ্কা করা হচ্ছে, তাদের বেশির ভাগই ইসরায়েলি বোমা হামলায় বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।

সেভ দ্য চিলড্রেনের হিসাবে, ‘৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলের হামলায় গাজায় ৩ হাজার ১৯৫টি শিশু নিহত হয়েছে, যা ২০১৯ সাল থেকে বিশ্বজুড়ে প্রতিবছর সংঘাতে যতসংখ্যক শিশু নিহত হচ্ছে, সে সংখ্যাকেও ছাপিয়ে গেছে। আমরা অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করার জন্য আহ্বান জানাচ্ছি।’

৭ অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালায় হামাস। এর জবাবে সেদিন থেকেই গাজায় অনবরত হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এতে গতকাল পর্যন্ত ৮ হাজার ৫ ফিলিস্তিনি নিহত এবং ২০ হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন, এখনো ধ্বংসস্তূপের নিচে প্রায় এক হাজার মরদেহ পড়ে আছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়মিত ব্রিফিংয়ে জানিয়েছে।

ইসরায়েলে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলায় এখন পর্যন্ত ১ হাজার ৪০০ জনের বেশি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে ৩৩১ জন সেনা রয়েছেন।

এদিকে গাজার সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে গাজায় ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে অন্তত ৪৭টি মসজিদ ও সাতটি গির্জা।

বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর একের পর এক হামলা থেকে বিদ্যালয়, হাসপাতাল, সরকারি দপ্তর, উপাসনালয়—কিছুই বাদ যায়নি। গত তিন সপ্তাহে সেখানে ২০৩টি বিদ্যালয় ভবনে হামলা হয়েছে। ধ্বংস হয়েছে ৮০টি সরকারি দপ্তর।

তথ্য দপ্তরের পরিচালক সালামা মারৌফ বলেন, ইসরায়েলি বোমাবর্ষণে ২ লাখ ২০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পুরোপুরি ধ্বংস হয়ে গেছে অন্তত ৩২ হাজার আবাসিক ভবন।

 

The post গাজায় ৩১৯৫ শিশু নিহত, নিখোঁজ ১ হাজার: সেভ দ্য চিলড্রেন appeared first on Duranta Khobor.

]]>
4647
গাজা ইস্যুতে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল তুরস্ক ও রাশিয়া https://durantakhobor.net/news/4644?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25af%25e0%25a7%2587 Sun, 29 Oct 2023 10:01:41 +0000 https://durantakhobor.net/?p=4644 গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর গণহত্যার পেছনে পশ্চিমা শক্তিগুলো ‘মূল অপরাধী’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। ইস্তাম্বুলে

The post গাজা ইস্যুতে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল তুরস্ক ও রাশিয়া appeared first on Duranta Khobor.

]]>
গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি সেনাবাহিনীর গণহত্যার পেছনে পশ্চিমা শক্তিগুলো ‘মূল অপরাধী’ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
ইস্তাম্বুলে ফিলিস্তিনিদের সমর্থনে আয়োজিত বিশাল এক বিক্ষোভ-সমাবেশে শনিবার এই কথা বলেছেন তিনি।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, প্রেসিডেন্ট এরদোগান তুর্কি জাতির ফিলিস্তিনিদের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য শনিবার বিকালে
‘গ্রেট প্যালেস্টাইন মিটিং’ শীর্ষক সমাবেশে দেওয়া ভাষণে এরদোগান তুরস্কের অবস্থানের পুনরাবৃত্তি করে বলেন, হামাস কোনো সন্ত্রাসী সংগঠন নয়, বরং স্বাধীনতাকামী। আর ইসরাইল অবৈধ দখলদার।
এরদোগান আরও বলেন, আমরা সারা বিশ্বকে বলব, ইসরাইল যুদ্ধাপরাধী। আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি। গাজায় গণহত্যার মূলহোতা পশ্চিমারা।পশ্চিমারা ইসরাইলের কাছে ঋণী, কিন্তু তুরস্ক ঋণী নয়।

গাজা উপত্যকায় ইসরাইলের অব্যাহত বোমা হামলার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তিনি বলেন গাজায় ইসরাইলের বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এতে বিপর্যয় সৃষ্টির ঝুঁকি রয়েছে, যা কয়েক দশক ধরে স্থায়ী হতে পারে।
শনিবার বেলারুশের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা বেলটাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন লাভরভ। ইসরাইলের বিরুদ্ধে রাশিয়ার এখন পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে দেখা হচ্ছে লাভরভের মন্তব্যকে।
তিনি বলেন, আমরা সন্ত্রাসবাদের নিন্দা জানাই। আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে সন্ত্রাসবাদের প্রতিক্রিয়া জানানোর সঙ্গে আমরা দ্বিমত পোষণ করি। বেসামরিক নাগরিক, জিম্মি লোকজন রয়েছে জানার পরও নির্বিচার বলপ্রয়োগ আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিষ্কার লঙ্ঘন।
‘অবরোধের মধ্যে থাকা জনগণকে বাঁচানোর জন্য অবিলম্বে যুদ্ধ বন্ধ এবং সেখানে মানবিক কর্মসূচি ঘোষণা করা দরকার।’
গত ৭ অক্টোবর গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারীগোষ্ঠী হামাসের ইসরাইলে আকস্মিক হামলার পাল্টায় গাজাজুড়ে বোমা হামলা শুরু করে ইসরাইল। তিন সপ্তাহের বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে ইসরাইলের হামলায় ৮ হাজার জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।
যুদ্ধ শুরুর পর পরই সর্বাত্মক অবরোধ আরোপের ঘোষণা দিয়ে গাজা উপত্যকায় বিদ্যুৎ, পানি ও জ্বালানির সরবরাহ পুরোপুরি বন্ধ করে দিয়েছে ইসরাইল। আর ইসরাইলে হামাসের হামলায় মারা গেছেন অন্তত ১ হাজার ৪০০ জন। ইসরাইলের টানা হামলার কারণে গাজার প্রায় ১৪ লাখ মানুষ ইতোমধ্যে বাস্তুচ্যুত হয়েছেন।

The post গাজা ইস্যুতে ইসরাইলকে যে সতর্কবার্তা দিল তুরস্ক ও রাশিয়া appeared first on Duranta Khobor.

]]>
4644
গাজার হাসপাতালে জেনারেটর চলবে আর মাত্র ৪৮ ঘণ্টা, বন্ধ হয়েগেছে ৩২টি https://durantakhobor.net/news/4641?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%25b9%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25b2%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%259f%25e0%25a6%25b0 Tue, 24 Oct 2023 11:20:57 +0000 https://durantakhobor.net/?p=4641 যতই দিন যাচ্ছে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে, জ্বালানির অভাবে সেখানকার হাসপাতালগুলোতে মারাত্মক সংকট তৈরি হয়েছে। গাজা

The post গাজার হাসপাতালে জেনারেটর চলবে আর মাত্র ৪৮ ঘণ্টা, বন্ধ হয়েগেছে ৩২টি appeared first on Duranta Khobor.

]]>
যতই দিন যাচ্ছে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠছে। বিশেষ করে, জ্বালানির অভাবে সেখানকার হাসপাতালগুলোতে মারাত্মক সংকট তৈরি হয়েছে। গাজা উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় সতর্ক করেছে যে, সেখানকার হাসপাতালগুলোর ইলেক্ট্রিক জেনারেট আর মাত্র ৪৮ ঘণ্টা চালু থাকতে পারবে। এই সময়ের মধ্যে জ্বালানির ব্যবস্থা করা না গেলে জেনারেটরও বন্ধ হয়ে যাবে। ইতোমধ্যে ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। গত কয়েকদিন ধরে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনারা। এসব অভিযানে নির্বিচারে নারী ও শিশুসহ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিককে হত্যা করা হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরো মঙ্গলবার সকালে টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন, গাজায় খুবই ধীর গতিতে মানবিক সহায়তা আসছে এবং এটা প্রকৃত অবস্থার কোনো পরিবর্তন আনতে পারবে না।
তিনি বলেন, ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় পৌঁছেছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েল জ্বালানিসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিসের সরবরাহ বন্ধ করে দেওয়ার পর ৩২টি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
গাজায় ইতোমধ্যেই কয়েক দফায় ত্রাণ সরবরাহ করা হলেও কোনো ধরনের জ্বালানি সরবরাহ করা হচ্ছে না। কিন্তু হাসপাতালগুলোর কার্যক্রম চালু রাখার জন্য অবশ্যই জ্বালানি সরবরাহ করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ত্রাণ সরবরাহের ক্ষেত্রে হাসপাতালের প্রয়োজনীয় জিনিসগুলোর দিকে জোর দেওয়া উচিত এবং এগুলো যত দ্রুত সম্ভব সরবরাহের অনুমতি দিতে হবে।
অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের প্রতি জোর দিতে জাতিসংঘ, রেড ক্রসসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে আহ্বান জানানো হয়েছে। জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে গাজায় একের পর এক হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। অপরদিকে ইসরায়েলের ক্রমাগত হামলায় সেখানে হতাহতের সংখ্যা বাড়তে থাকায় এক জটিল পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে সোমবার খাবার, পানি এবং ওষুধ নিয়ে ত্রাণবাহী একটি ট্রাকের বহর গাজায় প্রবেশ করেছে। শনিবার গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দেওয়ার পর থেকে এ নিয়ে তৃতীয় বারের মতো সেখানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, এই মানবিক সহায়তায় জ্বালানি অন্তর্ভূক্ত হয়নি।
অপরদিকে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় এক রাতেই আরও কমপক্ষে ১৪০ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার ইসরায়েলের অভিযানে আরও ১৪০ জনেরও বেশি মানুষ শহীদ হয়েছে এবং আরও শতাধিক মানুষ আহত হয়েছে।
ইসরায়েলের এসব হামলাকে গণহত্যা বলে উল্লেখ করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এরপরেই গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। টানা কয়েকদিন ধরেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এতে এখন পর্যন্ত নারী ও শিশুসহ পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে।

 

The post গাজার হাসপাতালে জেনারেটর চলবে আর মাত্র ৪৮ ঘণ্টা, বন্ধ হয়েগেছে ৩২টি appeared first on Duranta Khobor.

]]>
4641
মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা https://durantakhobor.net/news/4632?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a7%2583%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%259a%25e0%25a6%25af%25e0%25a6%25bc-%25e0%25a6%25b6%25e0%25a6%25a8%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4 Thu, 19 Oct 2023 09:37:47 +0000 https://durantakhobor.net/?p=4632 মৃত্যুর ভয় দেখা দিয়েছে ফিলিস্তিনি শিশুদের মনে। পরিচয় যেন হারিয়ে না যায় তাই হাতের তালুতে নিজের নাম লিখে রাখছে অবুঝ

The post মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা appeared first on Duranta Khobor.

]]>
মৃত্যুর ভয় দেখা দিয়েছে ফিলিস্তিনি শিশুদের মনে। পরিচয় যেন হারিয়ে না যায় তাই হাতের তালুতে নিজের নাম লিখে রাখছে অবুঝ প্রাণগুলো। প্রতি ঘণ্টায় চোখের সামনে একের পর এক প্রিয় মানুষকে হারানোর পর সম্মিলিতভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনিরা।

ইসরাইল ও হামাসের মধ্যে সঙ্ঘাত গাজাকে আরো বিধ্বংসী পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে। ছোট শিশুরা জীবন হারাচ্ছে, পরিবারগুলোকে ছিন্নভিন্ন করা হচ্ছে, নারীদের হত্যা করা হচ্ছে। ইসরাইলের হাজার হাজার বিমান হামলায় ঘনবসতিপূর্ণ গাজা শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনো কোনো যুদ্ধবিরতি দেখা যাচ্ছে না।

ইসরাইলি সৈন্যরা ফিলিস্তিনিদের জন্য সকল প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেয়ায় পরিস্থিতি আরো শোচনীয় হয়েছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের মাধ্যমে জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরাইলকে সবধরনের সামরিক সহায়তা প্রদান অব্যাহত রেখেছে এবং সঙ্ঘাতে অবদান রাখছে, যা পরিস্থিতি আরো ভয়াবহ করে তুলছে।

গাজার বাসিন্দারা এখন তাদের হাতে নিজের নাম লিখতে শুরু করেছে, যেন ধ্বংসাত্মক সঙ্ঘাতের ফলে পরিবার বা প্রিয়জন তাদের শনাক্ত করতে পারে।

সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশেন

The post মৃত্যুর পর পরিচয় শনাক্তে হাতের তালুতে নাম লিখে রাখছে গাজার শিশুরা appeared first on Duranta Khobor.

]]>
4632
দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছিল, হত্যা করা হলো এক মিনিটে https://durantakhobor.net/news/4629?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a6%25e0%25a7%2580%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%2598%25e0%25a6%25aa%25e0%25a6%25a5-%25e0%25a6%25aa%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25bf-%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a6%25bc%25e0%25a7%2587-%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%259b Wed, 18 Oct 2023 15:43:12 +0000 https://durantakhobor.net/?p=4629 তিন শ জনেরও বেশি হতাহতকে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারে করে গাজা শহরের প্রধান হাসপাতাল আল-শিফায় নিয়ে যাওয়া হচ্ছে। আহতরা রক্তাক্ত

The post দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছিল, হত্যা করা হলো এক মিনিটে appeared first on Duranta Khobor.

]]>
তিন শ জনেরও বেশি হতাহতকে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারে করে গাজা শহরের প্রধান হাসপাতাল আল-শিফায় নিয়ে যাওয়া হচ্ছে। আহতরা রক্তাক্ত মেঝেতে শুয়ে ব্যথায় চিৎকার করছেন। সংকটাপন্ন যাদের অন্য হাসপাতালে স্থানান্তর সম্ভব হচ্ছে না তাদের ক্ষতিগ্রস্ত হাসপাতালের করিডোরেই অস্ত্রোপচার করা হচ্ছে।প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে কারো কারো অস্ত্রোপচার হচ্ছে ‘অ্যানেস্থেসিয়া’ ছাড়াই।

মঙ্গলবার রাতে বিমান হামলায় ক্ষতিগ্রস্ত গাজার আল-আহলি-আল-আরাবিয়া হাসপাতালের চিত্র এটি। দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, হামলায় হাসপাতালে থাকা কয়েক শ মানুষ নিহত হয়েছে। হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৫০০ জন নিহত হয়েছে। আর সিভিল ডিফেন্সের এক মুখপাত্র নিহতের সংখ্যা প্রায় ৩০০ বলে জানিয়েছেন।

হামলার পর হাসপাতালটিতে চিকিৎসা দেওয়া চিকিৎকদের একজন জিয়াদ শেহাদাহ আল জাজিরাকে বলেন, ‘যা ঘটেছে তা ভয়াবহ। এখানে আসা সবাই বেসামরিক নাগরিক। তারা তাদের বাড়িঘর ছেড়ে এখানে এসেছিল। তাদের বিশ্বাস ছিল এমন অবস্থায় হাসপাতালই নিরাপদ জায়গা।

শেহাদাহ বলেন, ‘বিভিন্ন জায়গা থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে অনেকে এখানে এসেছিলেন। তাদের এক মিনিটের মধ্যেই হত্যা করা হয়েছে।’

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, অনেকেই হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে অশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় বুধবার ফেসবুকে পোস্ট করা এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বলেন, ‘চিকিৎসকরা মাটিতে এবং করিডোরে অস্ত্রোপচার করছেন।

তাদের মধ্যে কিছু রোগীকে অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে।’ তিনি আরো বলেন, ‘অনেক মানুষ এখনও অস্ত্রোপচারের জন্য অপেক্ষা করছে এবং ডাক্তারা তাদের জীবন বাঁচাতে চেষ্টা করে যাচ্ছেন। আহতদের মধ্যে অনেক শিশু এবং নারী আছে।’

ফিলিস্তিনের বিখ্যাত চিকিৎসক খামিস এলেসি আল জাজিরাকে বলেন, ‘আমরা বিকট বিস্ফোরণ শুনেছি। পুরো গাজা উপত্যকাকে কাঁপিয়ে দিয়েছে। গাজায় হামলা বন্ধ করার জন্য আরব ও বিশ্ব নেতাদের আহ্বান জানানোর আগেই এমন ঘটনা ঘটল।’

হাসপাতালে হামলার খবর ছড়িয়ে পড়ার পর পশ্চিম তীরের প্রধান শহরগুলোর রাস্তায় শত শত মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে। একই সঙ্গে তারা প্রেসিডেন্টের পতন চেয়ে স্লোগান দেন।

The post দীর্ঘপথ পাড়ি দিয়ে এসেছিল, হত্যা করা হলো এক মিনিটে appeared first on Duranta Khobor.

]]>
4629
ফিলিস্তিন-ইসরাইল সংঘাত:  কোন দিকে  সৌদি যুবরাজ্ https://durantakhobor.net/news/4625?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25a8-%25e0%25a6%2587%25e0%25a6%25b8%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25b2-%25e0%25a6%25b8%25e0%25a6%2582%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%2595 Tue, 10 Oct 2023 08:38:19 +0000 https://durantakhobor.net/?p=4625  একদিকে নির্যাতিত ফিলিস্তিনিদের সাথে থাকতে ইসমাইল হার্নিয়ার আবেদন অন্যদিকে নতুন বন্ধু ইসরাইল। কী করবে সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ। পাল্টাপাল্টি

The post ফিলিস্তিন-ইসরাইল সংঘাত:  কোন দিকে  সৌদি যুবরাজ্ appeared first on Duranta Khobor.

]]>
 একদিকে নির্যাতিত ফিলিস্তিনিদের সাথে থাকতে ইসমাইল হার্নিয়ার আবেদন অন্যদিকে নতুন বন্ধু ইসরাইল। কী করবে সৌদি আরবের কার্যত শাসক যুবরাজ। পাল্টাপাল্টি হামলার তিন দিন পর নিজেই খোলাসা করলেন।

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, তিনি ফিলিস্তিন-ইসরাইল সংঘাতের বিস্তাররোধে কাজ করছেন।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে এ কথা বলেছেন সৌদি আরবের কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান। সৌদির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, মাহমুদ আব্বাসকে মোহাম্মদ বিন সালমান আরও বলেছেন, ফিলিস্তিনি জনগণের একটি যথোপযুক্ত জীবনযাপনের বৈধ অধিকার অর্জন, তাদের আশা-আকাঙ্ক্ষার অর্জন ও ন্যায়সংগত, স্থায়ী শান্তি অর্জনের জন্য তাদের পাশে থাকবে রিয়াদ।

ফিলিস্তিনির স্বাধীনতাকামী সংগঠন হামাস গত শনিবার ইসরাইলে নজিরবিহীন হামলা চালায়। জবাবে পালটা হামলা চালায় ইসরাইল। এতে দুই পক্ষে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়।

চলমান সংঘাতে এখন পর্যন্ত প্রায় ৯০০ ইসরাইলি নিহত হয়েছেন। গাজায় নিহত হয়েছেন প্রায় ৭০০ ফিলিস্তিনি। উভয় পক্ষে আহত হয়েছেন পাঁচ হাজারের অধিক মানুষ।

ইসরাইলকে এখন পর্যন্ত স্বীকৃতি দেয়নি সৌদি আরব। তবে একটি চুক্তির অংশ হিসেবে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব রাজি হতে যাচ্ছে বলে কথা ছড়িয়েছে। এমন প্রেক্ষাপটে ফিলিস্তিন-ইসরাইলের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হলো।

বলা হচ্ছে, চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা নিশ্চয়তা পাবে সৌদি। পাশাপাশি তারা বেসামরিক পারমাণবিক কর্মসূচির উন্নয়নে সহায়তা পাবে।

গত মাসে সৌদির যুবরাজ মার্কিন সম্প্রচারমাধ্যম ফক্স নিউজকে একটি সাক্ষাৎকার দেন। সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তার দেশ ক্রমাগতভাবে এগিয়ে যাচ্ছে।

তবে সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনাটি বেশ জটিল। এ আলোচনার কেন্দ্রে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আছে। এর মধ্যে ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে ইসরাইলের সম্ভাব্য ছাড়ের ব্যাপারটি অন্তর্ভুক্ত। ফিলিস্তিন ইস্যুটি সৌদি আরবের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে বিবেচিত।

মোহাম্মদ বিন সালমান বলেছিলেন, ‘আমাদের এ অংশের সমাধান করতে হবে। আমাদের ফিলিস্তিনিদের জীবনকে সহজ করতে হবে।’

বিশ্লেষকেরা বলছেন, চলমান সংঘাতে ইসরাইলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিকীকরণের বিষয়টি মারাত্মক ধাক্কার মুখে পড়েছে।

ফিলিস্তিন-ইসরাইল সংকট নিয়ে মোহাম্মদ বিন সালমান মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গেও ফোনে কথা বলেছেন। সৌদি প্রেস এজেন্সি এ তথ্য জানিয়েছে।

 

The post ফিলিস্তিন-ইসরাইল সংঘাত:  কোন দিকে  সৌদি যুবরাজ্ appeared first on Duranta Khobor.

]]>
4625
একদিনেই দেশ ছাড়লেন ৬০ হাজার ইসরাইলি https://durantakhobor.net/news/4622?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2595%25e0%25a6%25a6%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%2587-%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b6-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a7%25ac%25e0%25a7%25a6-%25e0%25a6%25b9%25e0%25a6%25be Mon, 09 Oct 2023 11:05:20 +0000 https://durantakhobor.net/?p=4622 চলমান সংঘাতে মাত্র একদিনে তেলআবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছেন। এখনো হাজার হাজার মানুষ ইসরাইল ছাড়ার

The post একদিনেই দেশ ছাড়লেন ৬০ হাজার ইসরাইলি appeared first on Duranta Khobor.

]]>
চলমান সংঘাতে মাত্র একদিনে তেলআবিবের গুরিয়ান বিমানবন্দর দিয়ে অন্তত ৬০ হাজার ইসরাইলি দেশত্যাগ করেছেন। এখনো হাজার হাজার মানুষ ইসরাইল ছাড়ার জন্য বিমানবন্দরে ভিড় করছেন।

টাইমস অব ইসরাইল ও গ্লোবসের প্রতিবেদন বলছে, আতঙ্কের মধ্যে বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানি ইসরাইলে ফ্লাইট স্থগিত করেছে। এতে আরও বেড়েছে যাত্রীর চাপ।

এ ছাড়া বর্তমানে বেন গুরিয়ান বিমানবন্দরের টার্মিনাল-১ বন্ধ রয়েছে। বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনাল দিয়ে অপারেশন পরিচালনা করা হচ্ছে।

এরই মধ্যে আমেরিকান বিভিন্ন বিমান কোম্পানি ইসরাইলে ফ্লাইট বাতিল করেছে।

এ ছাড়া জার্মানির লুফথানসা, সংযুক্ত আরব আমিরাতের এমিরেটস ও গ্রিক কোম্পানি এজিন এয়ার লাইনসও দেশটিতে তাদের ফ্লাইট বাতিল করেছে।

এদিকে ফিলিস্তিনের পাশাপাশি ইসরাইলেও নিহতের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলে নিহতের সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে। নিহতদের মধ্য সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যও রয়েছে।

সময় যত গড়াচ্ছে পরিস্থিতির তত অবনতি হচ্ছে। হামাস ও ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গাজার সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরাইল।

এর আগে ইসরাইলকে লক্ষ্য করে পাঁচ হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতেই থেমে থাকেনি হামাস যোদ্ধারা। সীমানাপ্রাচীর ভেঙে ইসরাইলের অভ্যন্তরেও ঢুকে পড়ে তারা।

The post একদিনেই দেশ ছাড়লেন ৬০ হাজার ইসরাইলি appeared first on Duranta Khobor.

]]>
4622