শিক্ষা ও শিক্ষাঙ্গন Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/শিক্ষা-ও-শিক্ষাঙ্গন Welcome To Bangaldeshi Largest News Network Mon, 14 Oct 2024 09:01:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 শিক্ষা ও শিক্ষাঙ্গন Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/শিক্ষা-ও-শিক্ষাঙ্গন 32 32 167021010 আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল https://durantakhobor.net/news/5012?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595 Mon, 14 Oct 2024 09:01:01 +0000 https://durantakhobor.net/?p=5012 অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি সোমবার বলেন, “মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করবেন।”

এর আগে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতেন সরকারপ্রধান। তার হাতে ফল তুলে দিতেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকতেন।

সরকারপ্রধানের আনুষ্ঠানিকতা সারার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইলে ফল জানার সুযোগ মিলত।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “এবার ওরকম ব্রিফ থাকবে না। গণমাধ্যমকর্মীরা পরিসংখ্যান নিয়ে যেতে পারবেন।

“আনুষ্ঠানিকতা বলতে আগের মতো কিছু হবে না; শিক্ষা মন্ত্রণালয়ে কিছু হবে না, কোথাও কোনো কিছু হবে না। সাংবাদিকদের পরিসংখ্যান দিয়ে দেবো আমরা (বোর্ড প্রধান)।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে তা ঠিক করতে সময় লেগে যাওয়ায় এতোদিন ফল প্রকাশ হয়নি। সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থীর সেই অপেক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার।

ফল কীভাবে হচ্ছে, এ প্রশ্নের উত্তরে এর আগে অধ্যাপক তপন বলেছিলেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে। যেগুলোর পরীক্ষা হয়নি, সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে- সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।”

যেভাবে জানা যাবে ফল

অন্যান্যবারের মত এবারও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) ও বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি সেরে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নামানো যাবে। এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানা যাবে।

এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে ফল।

পরীক্ষা হয়েছে ৭ বিষয়ে

ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পতনের পরের ঘটনাপ্রবাহে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। ১১ বোর্ডের অধীনে এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসে।

এরপর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতেই সারাদেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ অগাস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ অগাস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

বারবার স্থগিতের পর ১১ অগাস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে গেলে পরীক্ষা ফের স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ; কিন্তু পরীক্ষা দিতে অনাগ্রহী শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

পরে অন্তর্বর্তী সরকার তা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

কিন্তু ২০ অগাস্ট পাঁচ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি তোলে। পরে সেদিনই সরকার তাদের দাবি মেনে নিয়ে বাকি পরীক্ষাগুলো না নেওয়ার ঘোষণা দেয়।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
5012
ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন https://durantakhobor.net/news/4937?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25b2%25e0%25a7%2580%25e0%25a6%2597%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2587-%25e0%25a6%259c%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a6%25a6%25e0%25a7%2587 Tue, 24 Sep 2024 13:02:36 +0000 https://durantakhobor.net/?p=4937 বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

The post ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন appeared first on Duranta Khobor.

]]>
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা যেন ক্যাম্পাসে ঢুকতে না পারেন, সেই ব্যবস্থা নেওয়ার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। এই শিক্ষার্থীরা আজ মঙ্গলবার কোনো ক্লাস-পরীক্ষায় অংশ নেননি।

বুয়েটের ১৯তম ব্যাচের একদল শিক্ষার্থী এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। আজ বিকেল চারটায় এই শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল বুয়েটের উপাচার্যের সঙ্গে দেখা করে তাঁদের দাবিগুলো উপস্থাপন করেছেন।
আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, নতুন উপাচার্য নিয়োগের পর যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এখন পর্যন্ত তাদের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। হল থেকে এখনো ছাত্রলীগের নেতাদের বহিষ্কার করা হয়নি। তাঁরা বলছেন, হল-ক্যাম্পাস খোলার পর থেকে ছাত্রলীগের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা চালাচ্ছেন। সর্বশেষ গতকাল সোমবার রাতে দুজন শিক্ষার্থী হলে উঠতে চেয়েছেন। এতে সেখানে একধরনের অস্থিরতা ও বিশৃঙ্খলা তৈরি হয়। এই পরিস্থিতিতে গতকাল মধ্যরাতেই ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের ১৬ নম্বর ধারা অনুযায়ী, একটি খসড়া আছে, যেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে ছাত্রকল্যাণ পরিদপ্তরের অনুমতি ছাড়া কোনো ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত হওয়া যাবে না এবং কোনো কার্যক্রম চালানো যাবে না। কিন্তু এসবের সঙ্গে যাঁরা যুক্ত, তাঁদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

ওই শিক্ষার্থী আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত কমিটির দৃশ্যমান পদক্ষেপ উপস্থাপন করতে হবে। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

The post ছাত্রলীগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে বুয়েটে ক্লাস-পরীক্ষা বর্জন appeared first on Duranta Khobor.

]]>
4937
এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা https://durantakhobor.net/news/4934?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2587%25e0%25a6%259a%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25b9%25e0%25a7%2583 Tue, 24 Sep 2024 12:35:11 +0000 https://durantakhobor.net/?p=4934 ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা

The post এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা appeared first on Duranta Khobor.

]]>
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষার্থীদের আন্দোলনের ফলে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষায় বিষয়গুলোর ব্যয় না হওয়া ফি’র অর্থ শিক্ষার্থীরা ফেরত পাবে। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত অর্থ কীভাবে ফেরত হবে

ক. বোর্ড থেকে পরীক্ষার্থীকে ফেরত: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি (তত্ত্বীয়) ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। বোর্ড থেকে ফেরত দেওয়া টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবেন।

খ. কেন্দ্র থেকে পরীক্ষার্থীকে ফেরত: এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত (আইসিটি ব্যতীত) সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান নিতে হবে।

গ. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায় করা টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে। কেন্দ্র টাকা পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমা দেওয়াসহ পরীক্ষা–সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে।

The post এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা appeared first on Duranta Khobor.

]]>
4934
ওআরডিবি ঢাবির সভাপতি আশিক, সম্পাদক আইভি https://durantakhobor.net/news/4475?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2593%25e0%25a6%2586%25e0%25a6%25b0%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a6%25ac%25e0%25a6%25bf-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%2586%25e0%25a6%25b6%25e0%25a6%25bf Thu, 03 Dec 2020 20:54:39 +0000 https://durantakhobor.net/?p=4475 ঢাবি প্রতিবেদক: আগামী এক বছরের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা সংগঠন ‘অর্গানাইজেশন ফর রুট ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (ওআরডিবি) ঢাকা

The post ওআরডিবি ঢাবির সভাপতি আশিক, সম্পাদক আইভি appeared first on Duranta Khobor.

]]>
ঢাবি প্রতিবেদক: আগামী এক বছরের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের নিয়ে কাজ করা সংগঠন ‘অর্গানাইজেশন ফর রুট ডেভেলপমেন্ট বাংলাদেশ’ (ওআরডিবি) ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিক অমি, সাধারণ সম্পাদক ইসলামিক স্টাডিজ বিভাগের আইভি আক্তার।

অনলাইনে দিনব্যাপী ভোট গ্রহণ শেষে রাতে এক বছর মেয়াদি এই কমিটির নির্বাচনের ফল ঘোষণা করে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাচন কমিশনার জুনাইদ হুসেইন খান। নির্বাচনে ৫ টি পদে দুটি প্যানেল এবং স্বতন্ত্রভাবে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
এ ছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহসভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইয়াসির আরাফাত প্লাবন,
সহ-সাধারণ সম্পাদক পদে মনোবিজ্ঞান বিভাগের আব্দুল আউয়াল আবির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের আতিকুর রহমান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হিউম্যানট্রিয়ান ও ইনক্লুসিভ লিডারশীপ স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে রুটের দিকে ধাবিত করে দেশের প্রান্তিক পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক, সাংস্কৃতিক, মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হয়ে বিভিন্নরকম কর্মসূচী পালন করে যাচ্ছে সংগঠনটি।

The post ওআরডিবি ঢাবির সভাপতি আশিক, সম্পাদক আইভি appeared first on Duranta Khobor.

]]>
4475
শারমিনকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয় https://durantakhobor.net/news/4469?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a8%25e0%25a6%2595%25e0%25a7%2587-%25e0%25a6%25ac%25e0%25a6%25b0%25e0%25a6%2596%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%258d%25e0%25a6%25a4-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a6%25b2-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595 Sun, 26 Jul 2020 16:05:29 +0000 https://durantakhobor.net/?p=4469 দুরন্ত ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার

The post শারমিনকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয় appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে করোনা ইউনিটে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহ করার ঘটনায় অভিযুক্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। এ ছাড়া সাত কার্যদিবসের মধ্যে তাকে কারণ দর্শাতে বলা হয়েছে৷

আজ রোববার (২৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। শারমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মর্যাদা ও ভাবমূর্তি’ ক্ষুণ্ন করেছেন বলে বিজ্ঞপ্তিতে মন্তব্য করেছে কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহান শিক্ষাছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান গড়ে। যা বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান ও চাকরির শৃঙ্খলা পরিপন্থি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নকল ‘এন-৯৫’ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা ও পুলিশ রিমান্ড থাকায় তিনি বিশ্ববিদ্যালয়র মর্যাদা এবং ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে স্নাতকোত্তর শেষে বিশ্ববিদ্যালয়েরই প্রশাসন-১ শাখায় চাকরি পান তিনি। তার বাড়ি নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোহালকান্দায়। তিনি মাস্ক সরবরাহকারী প্রতিষ্ঠান অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী।

The post শারমিনকে বরখাস্ত করল ঢাকা বিশ্ববিদ্যালয় appeared first on Duranta Khobor.

]]>
4469
মিডিয়া ফেলোশিপ পেলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি https://durantakhobor.net/news/4316?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf%25e0%25a7%259f%25e0%25a6%25be-%25e0%25a6%25ab%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%258b%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25aa-%25e0%25a6%25aa%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595 Sun, 12 Jul 2020 15:45:53 +0000 https://durantakhobor.net/?p=4316 দুরন্ত রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মিডিয়া ফেলোশিপ-২০২০ পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান। শনিবার (১১

The post মিডিয়া ফেলোশিপ পেলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত রিপোর্ট: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন মিডিয়া ফেলোশিপ-২০২০ পেয়েছেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান।

শনিবার (১১ জুলাই) পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের এক অনলাইন অনুষ্ঠানে মাহমুদুল হাসানসহ নির্বাচিত ৪০ জন গণমাধ্যমকর্মীকে প্রতীকী ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন ও পরিবার পরিকল্পনা মিডিয়া ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

পরিবার পরিকল্পনা অধিদফতরের আইইএম ইউনিটের আইইসি অপারেশনাল প্ল্যানের ২০২০ সালের পরিবার পরিকল্পনা, মা, শিশু ও নবজাতক স্বাস্থ্য এবং জনসংখ্যা ইস্যু বিষয়ক লেখালেখি নিয়ে প্রিন্ট, ইলেকট্রনিক, অনলাইন, সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের মধ্যে মিডিয়া ফেলোশিপ (৩ মাসের) প্রাপ্তদের নাম প্রকাশ করেন যুগ্ম সচিব ও পরিচালক (আইইএম) ড. আশরাফুন্নেছা। নির্বাচিত প্রত্যেকে নগদ ৫০ হাজার টাকা করে পাবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মী ও শ্রেষ্ঠ সেবা দানকারী প্রতিষ্ঠানকে পুরস্কার দেয়া হয়। একই সঙ্গে ৬ জন গণমাধ্যমকর্মীকে মিডিয়া অ্যাওয়ার্ড ও ৪০ জন মিডিয়া কর্মীকে মিডিয়া ফেলোশিপ ২০২০ প্রদান করা হয়।

মাহমুদুল হাসান ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। ২০১৬ সালে সাংবাদিক পীর হাবিব সম্পাদিত তারুণ্যনির্ভর অনলাইন পোর্টাল পূর্বপশ্চিমবিডিতে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু। এরপর দৈনিক সংবাদ, বাংলানিউজটোয়েন্টিফোরডটকমে কাজ করেন।  গত বছরের শুরু থেকে তিনি জাতীয় দৈনিক আমার সংবাদের স্বাস্থ্য বিটে একজন প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন।

মিডিয়া ফেলোশিপ ছাড়াও তিনি ২০২০ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পর্যায়ের একটি বিতর্ক প্রতিযোগিতায় সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছিলেন। ২০১৭ সালে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রকল্পের আওতায় রাজধানীর ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে পণ্যের প্রচারণায় গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সেরা প্রশিক্ষক নির্বাচিত হয়েছিলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সদস্যও তিনি।

ফেলোশিপ প্রাপ্তির বিষয়ে তিনি বলেন, ‘ফেলোশিপ প্রাপ্তির মধ্য দিয়ে আমার দায়িত্ব বেড়ে গেল। প্রান্তিক ও পিছিয়ে পড়া মানুষের স্বাস্থ্য সুবিধা নিশ্চিতকরণে আমার এই লেখনি অব্যাহত থাকবে। গণমাধ্যমে কর্মরত সবার তরে অ্যাওয়ার্ডটি আমি উৎসর্গ করলাম। আজকের এই অনুপ্রেরণা থেকে আগামীতে আরও কর্মচঞ্চল হয়ে কাজ করতে চাই।’

The post মিডিয়া ফেলোশিপ পেলেন ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি appeared first on Duranta Khobor.

]]>
4316
অনলাইন ক্লাস: যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের ! https://durantakhobor.net/news/4287?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b8-%25e0%25a6%25af%25e0%25a7%2581%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%259f Tue, 07 Jul 2020 08:17:00 +0000 https://durantakhobor.net/?p=4287 দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। সোমবার

The post অনলাইন ক্লাস: যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের ! appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের দেশটি ছাড়তে হতে পারে বা নির্বাসনে যেতে হবে। এমনই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

সোমবার দেশটির ইমিগ্রেশন এবং শুল্ক প্রয়োগকারী সংস্থা ঘোষণা দিয়েছে, বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হবে বা নির্বাসনে যেতে হবে যদি তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইন ভিত্তিক পাঠদান চালু করে।

এক বিবৃতিতে ওই সংস্থা জানায়, এফ-১ এবং এম-১ ভিসাধারী শিক্ষার্থীরা যারা এমন পরিস্থিতির সম্মুখীন তাদের ‘অবশ্যই এদেশ ত্যাগ করতে হবে অথবা অন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই নিয়ম অমান্য করলে পরিণতি ভোগ করতে হবে বলে সংস্থার তরফে বলা হয়েছে।

দেশটির নতুন এই আইনে হাজারো বিদেশি শিক্ষার্থী বিপাকে পড়তে পারেন বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ইতোমধ্যে দেশটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অনলাইন ভিত্তিক পাঠ দানের সিধান্ত নিয়েছে।

দেশটির হার্ভার্ড এরই মধ্যে তাদের সকল কোর্স অনলাইনে নেওয়ার ঘোষণা দিয়েছে, এমনকি যারা ওই ক্যাম্পাসে বাস করেন তাদের জন্যও।

হার্ভার্ডের কেনেডি গভর্নমেন্ট অফ গভর্নমেন্টের স্নাতকের শিক্ষার্থী ভ্যালেরিয়া মেন্ডিওলা (২৬) বলেন, এটি খুবই হতাশাজনক।

তিনি বলেন, যদি আমাকে মেক্সিকো ফিরে যেতে হয় তাহলে আমি ফিরতে পারবো কিন্তু অনেক বিদেশি শিক্ষার্থী তা পারবে না। সিএনএন,এনবিসি।

The post অনলাইন ক্লাস: যুক্তরাষ্ট্র ছাড়তে হবে বিদেশি শিক্ষার্থীদের ! appeared first on Duranta Khobor.

]]>
4287
ঢাবির অনলাইন ক্লাস পুরোদমে শুরু হচ্ছে ৭ জুলাইয়ের মধ্যে https://durantakhobor.net/news/4219?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ae%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a7%2587-%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25a8%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b2%25e0%25a6%25be%25e0%25a6%25b8 Fri, 03 Jul 2020 11:15:40 +0000 https://durantakhobor.net/?p=4219 দুরন্ত ডেস্ক: কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে তিন মাস ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগ পরীক্ষামূলকভাবে অনলাইনে

The post ঢাবির অনলাইন ক্লাস পুরোদমে শুরু হচ্ছে ৭ জুলাইয়ের মধ্যে appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: কোভিড-১৯ প্রাদুর্ভাবের কারণে তিন মাস ধরে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস-পরীক্ষা। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগ পরীক্ষামূলকভাবে অনলাইনে ক্লাস নিয়েছে। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তে ৭ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটে পুরোদমে অনলাইন ক্লাস শুরু হচ্ছে।

জানা গেছে, গত মাসের শেষ সপ্তাহে বিভাগ ও ইনস্টিটিউট-প্রধানদের ‘সীমিত সামর্থ্য’ দিয়েই অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করতে কর্তৃপক্ষের অনুরোধের পর এখন শিক্ষকেরা শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের কাছ থেকে ই-মেইল ঠিকানা ও ফোন নম্বরসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য নিচ্ছেন, দিচ্ছেন অনলাইন ক্লাসবিষয়ক প্রয়োজনীয় পরামর্শ-নির্দেশনাও। কিছু বিভাগে ক্লাস শুরুও হয়েছে।

তবে অনেক শিক্ষার্থীর স্মার্টফোন ও বাসায় ইন্টারনেট সংযোগ নেই। অনলাইন শিক্ষাদানে এটি একটি বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, আমরা জরিপ চালিয়ে দেখেছি যে আমাদের প্রায় ৯০ শতাংশ শিক্ষার্থীর স্মার্টফোন আছে। সে ক্ষেত্রে প্রযুক্তিকে ব্যবহার না করার কারণে শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে, তার জন্যই অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ক্লাস শুরু হলে সবাই ধীরে ধীরে এর সঙ্গে অভ্যস্ত হয়ে উঠবে।

The post ঢাবির অনলাইন ক্লাস পুরোদমে শুরু হচ্ছে ৭ জুলাইয়ের মধ্যে appeared first on Duranta Khobor.

]]>
4219
শিক্ষার্থীদের সার্টিফিকেট ভাগাড়ে ফেলায় ছাত্রলীগের নিন্দা https://durantakhobor.net/news/4211?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%2580%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%259f%25e0%25a6%25bf%25e0%25a6%25ab%25e0%25a6%25bf%25e0%25a6%2595 Fri, 03 Jul 2020 08:03:40 +0000 https://durantakhobor.net/?p=4211 নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান এলাকায় ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাড়া দিতে দেরি হওয়ায় বিনা নোটিশে তাদের সার্টিফিকেট

The post শিক্ষার্থীদের সার্টিফিকেট ভাগাড়ে ফেলায় ছাত্রলীগের নিন্দা appeared first on Duranta Khobor.

]]>
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কলাবাগান এলাকায় ঢাকা কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভাড়া দিতে দেরি হওয়ায় বিনা নোটিশে তাদের সার্টিফিকেট সহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়ার ঘটনায় নিন্দা প্রকাশ করেছে ছাত্রলীগ৷

শুক্রবার (৩, জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

বিজ্ঞপ্তিতে বলা হয়, বা‌ড়ি ভাড়া দিতে বিলম্ব হওয়ায় বিনা নোটিশে কয়েকজন শিক্ষার্থীর সার্টিফিকেট সহ মূল্যবান জিনিসপত্র ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে, যা কখনই কাম্য নয়। উক্ত ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগ পরিবার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। বাংলাদেশ ছাত্রলীগ মনে করে, শিক্ষার্থীদের সাথে উক্ত অমানবিক আচরণ তাদের সম্ভাবনাময় ভবিষ্যতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

বৈশ্বিক করোনা প্রাদুর্ভাবের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এতে অনেক শিক্ষার্থী ভাই-বোনেরা করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে যে যার মতো নিরাপদে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন। করোনাকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা অবলম্বন করা, বাড়িতে নিরাপদে থাকা এবং একারণে অনেক শিক্ষার্থী বাড়িওয়ালা ও মেস মালিকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে পারছে না।

বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন যৌক্তিক আন্দোলনে, যৌক্তিক বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের পাশে আছে এবং যেকোন মানবিক, যৌক্তিক বিষয়ে সুষ্ঠু সমাধানের জন্য বদ্ধপরিকর বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়৷

এছাড়াও ঐ বিজ্ঞপ্তিতে, বিদ্যমান করোনা সংকটে শিক্ষার্থীদের সাথে অমানবিক আচরণ না করে তাদের প্রতি সদয় হয়ে যৌক্তিক ও সুষ্ঠু সমাধানের জন্য বাংলাদেশ ছাত্রলীগ এর পক্ষ থেকে সকল বাড়িওয়ালা ও মেস মালিকদের প্রতি অনুরোধ জানানো সহ শিক্ষার্থীদেরকে বাড়িওয়ালাদের সাথে আলোচনা করে যৌক্তিক সমাধানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

The post শিক্ষার্থীদের সার্টিফিকেট ভাগাড়ে ফেলায় ছাত্রলীগের নিন্দা appeared first on Duranta Khobor.

]]>
4211
ঢাকা কলেজের অধ্যাপক করোনায় আক্রান্ত https://durantakhobor.net/news/4160?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25be-%25e0%25a6%2595%25e0%25a6%25b2%25e0%25a7%2587%25e0%25a6%259c%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25a7%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%2595-%25e0%25a6%2595%25e0%25a6%25b0%25e0%25a7%258b%25e0%25a6%25a8 Tue, 30 Jun 2020 09:56:19 +0000 https://durantakhobor.net/?p=4160 নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাঃ আখতারা বানু৷ নিজের করোনা ভাইরাসে আক্রান্তের

The post ঢাকা কলেজের অধ্যাপক করোনায় আক্রান্ত appeared first on Duranta Khobor.

]]>
নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাঃ আখতারা বানু৷

নিজের করোনা ভাইরাসে আক্রান্তের কথা জানিয়ে তিনি বলেন, হালকা গলা ও চোখে ব্যাথা নিয়ে গত ২১ জুন রাজধানীর মোহাম্মদপুরের ব্রাকের নমুনা সংগ্রহ বুথ সূচনা কমিউনিটি সেন্টারে স্যাম্পল জমা দেই৷ গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে আমাকে করোনা পজিটিভের কথা জানানো হয়৷

ব্যাংক অথবা বাজারে যেয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারনা তাঁর৷ বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন৷ হালকা শ্বাসকষ্ট ছাড়া শারিরীক ভাবে বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি৷

The post ঢাকা কলেজের অধ্যাপক করোনায় আক্রান্ত appeared first on Duranta Khobor.

]]>
4160