শিক্ষা Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/শিক্ষা Welcome To Bangaldeshi Largest News Network Mon, 14 Oct 2024 09:01:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 শিক্ষা Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/category/শিক্ষা 32 32 167021010 আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল https://durantakhobor.net/news/5012?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25a8%25e0%25a7%2581%25e0%25a6%25b7%25e0%25a7%258d%25e0%25a6%25a0%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%259b%25e0%25a6%25be%25e0%25a6%25a1%25e0%25a6%25bc%25e0%25a6%25be%25e0%25a6%2587-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%2595 Mon, 14 Oct 2024 09:01:01 +0000 https://durantakhobor.net/?p=5012 অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
অতীতের মতো এবার এইচএসসির ফল প্রকাশে আনুষ্ঠানিকতা থাকছে না বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার।

তিনি সোমবার বলেন, “মঙ্গলবার বেলা ১১টায় বোর্ড চেয়ারম্যানরা নিজেদের অফিসে বসে ফল প্রকাশ করবেন।”

এর আগে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতেন সরকারপ্রধান। তার হাতে ফল তুলে দিতেন বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান। ওই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা থাকতেন।

সরকারপ্রধানের আনুষ্ঠানিকতা সারার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ওয়েবসাইট ও মোবাইলে ফল জানার সুযোগ মিলত।

অধ্যাপক তপন কুমার সরকার বলেন, “এবার ওরকম ব্রিফ থাকবে না। গণমাধ্যমকর্মীরা পরিসংখ্যান নিয়ে যেতে পারবেন।

“আনুষ্ঠানিকতা বলতে আগের মতো কিছু হবে না; শিক্ষা মন্ত্রণালয়ে কিছু হবে না, কোথাও কোনো কিছু হবে না। সাংবাদিকদের পরিসংখ্যান দিয়ে দেবো আমরা (বোর্ড প্রধান)।”

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পরীক্ষার ফল কীভাবে প্রকাশ করা হবে তা ঠিক করতে সময় লেগে যাওয়ায় এতোদিন ফল প্রকাশ হয়নি। সাড়ে ১৪ লাখ পরীক্ষার্থীর সেই অপেক্ষার অবসান হচ্ছে মঙ্গলবার।

ফল কীভাবে হচ্ছে, এ প্রশ্নের উত্তরে এর আগে অধ্যাপক তপন বলেছিলেন, “যে কয়টা বিষয়ের পরীক্ষা হয়েছে সেগুলোর উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে হবে। যেগুলোর পরীক্ষা হয়নি, সেগুলোর এসএসসিতে যে নম্বর পেয়েছে- সেটাই সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন হবে।”

যেভাবে জানা যাবে ফল

অন্যান্যবারের মত এবারও শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি যে কোনো মোবাইল থেকে এসএমএস করে উচ্চমাধ্যমিকের ফল জানা যাবে।

ঢাকা বোর্ডের ওয়েবসাইট (www.dhakaeducationboard.gov.bd) ও বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইটে (www.educationboardresults.gov.bd) ঢুকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের এন্ট্রি সেরে প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল নামানো যাবে। এছাড়া পরীক্ষার্থীরা রোল ও রেজিস্ট্রেশন নম্বর টাইপ করে ফল জানতে পারবে।

ফল প্রকাশের পর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও তা জানা যাবে।

এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2024 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে আসবে ফল।

পরীক্ষা হয়েছে ৭ বিষয়ে

ছাত্র-জনতার আন্দোলন এবং সরকার পতনের পরের ঘটনাপ্রবাহে এবার উচ্চ মাধ্যমিকের সাতটি বিষয়ে পরীক্ষা নেওয়ার পর বাকিগুলো আর নেওয়া সম্ভব হয়নি।

এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ৩০ জুন। তবে বন্যার কারণে সিলেট বোর্ডের পরীক্ষা শুরু হয় ৯ জুলাই। ১১ বোর্ডের অধীনে এবার প্রায় সাড়ে ১৪ লাখ শিক্ষার্থী পরীক্ষায় বসে।

এরপর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়ায় উদ্বেগজনক পরিস্থিতিতে ১৬ জুলাই রাতেই সারাদেশে স্কুল, কলেজ, পলিটেকনিকসহ সব বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ১৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়।

পরিস্থিতি আরও খারাপের দিকে গেলে ১ অগাস্ট পর্যন্ত উচ্চ মাধ্যমিকের সব পরীক্ষা স্থগিত করে আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি।

পরিস্থিতি স্বাভাবিক থাকলে ৪ অগাস্ট থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পরে সেই পরীক্ষাগুলোও স্থগিত হয়ে যায়।

বারবার স্থগিতের পর ১১ অগাস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা শুরুর কথা ছিল। কিন্তু সরকার পতনের পর সহিংসতায় বিভিন্ন পরীক্ষা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রশ্নপত্র পুড়ে গেলে পরীক্ষা ফের স্থগিত করে শিক্ষা মন্ত্রণালয়।

পরে স্থগিত পরীক্ষাগুলো ১১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, সেজন্য নতুন সূচিও প্রকাশ করেছিল কর্তৃপক্ষ; কিন্তু পরীক্ষা দিতে অনাগ্রহী শিক্ষার্থীরা আন্দোলনে নামে।

পরে অন্তর্বর্তী সরকার তা আরও দুই সপ্তাহ পিছিয়ে অর্ধেক প্রশ্নে পরীক্ষার সিদ্ধান্ত নেয়।

কিন্তু ২০ অগাস্ট পাঁচ শতাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের দাবিতে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে ঢুকে পরীক্ষা না দেওয়ার দাবি তোলে। পরে সেদিনই সরকার তাদের দাবি মেনে নিয়ে বাকি পরীক্ষাগুলো না নেওয়ার ঘোষণা দেয়।

The post আনুষ্ঠানিকতা ছাড়াই প্রকাশ হতে যাচ্ছে এইচএসসির ফল appeared first on Duranta Khobor.

]]>
5012
এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা https://durantakhobor.net/news/4934?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%258f%25e0%25a6%2587%25e0%25a6%259a%25e0%25a6%258f%25e0%25a6%25b8%25e0%25a6%25b8%25e0%25a6%25bf-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0-%25e0%25a6%2585%25e0%25a6%25ac%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25b9%25e0%25a7%2583 Tue, 24 Sep 2024 12:35:11 +0000 https://durantakhobor.net/?p=4934 ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা

The post এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা appeared first on Duranta Khobor.

]]>
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, এইচএসসি পরীক্ষা-২০২৪–এর স্থগিত পরীক্ষাগুলো ২০ আগস্ট বাতিল ঘোষণা করা হয়। পরীক্ষার্থীদের আন্দোলনের ফলে বাতিল হওয়া এইচএসসি পরীক্ষায় বিষয়গুলোর ব্যয় না হওয়া ফি’র অর্থ শিক্ষার্থীরা ফেরত পাবে। যেসব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, সেই বিষয়গুলো ছাড়া অবশিষ্ট বিষয়গুলোর জন্য পত্রপ্রতি (তত্ত্বীয়) উত্তরপত্র মূল্যায়ন বাবদ ধার্য করা টাকা ও ব্যবহারিক পরীক্ষার ফি বাবদ আদায় করা টাকার অব্যয়িত অংশ আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক সভায় পরীক্ষার্থীদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়।
২০২৪ সালের এইচএসসি পরীক্ষার অব্যয়িত অর্থ কীভাবে ফেরত হবে

ক. বোর্ড থেকে পরীক্ষার্থীকে ফেরত: ২০২৪ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত প্রতিটি পত্রের জন্য বোর্ড কর্তৃক ধার্য করা উত্তরপত্র মূল্যায়ন ফি পত্রপ্রতি (তত্ত্বীয়) ৪০ টাকা করে ফেরত দেওয়া হবে। বোর্ড থেকে ফেরত দেওয়া টাকা সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের নিজ নিজ প্রতিষ্ঠানে পাঠানো হবে। পরীক্ষার্থী নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বোর্ড প্রদত্ত অব্যয়িত অর্থ গ্রহণ করবেন।

খ. কেন্দ্র থেকে পরীক্ষার্থীকে ফেরত: এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যেসব পরীক্ষার্থী ফরম পূরণ করেছিলেন, তাঁদের প্রবেশপত্রে উল্লিখিত (আইসিটি ব্যতীত) সব ব্যবহারিক বিষয়ের ক্ষেত্রে পত্রপ্রতি ৪৫ টাকা করে ফেরত দেওয়া হবে। পরীক্ষার্থীকে ব্যবহারিক ফি বাবদ অব্যয়িত অর্থ নিজ প্রতিষ্ঠান নিতে হবে।

গ. শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্র ফি বাবদ আদায় করা টাকার ১০ শতাংশ কেটে অবশিষ্ট টাকা সংশ্লিষ্ট কেন্দ্রকে দেওয়া হবে। কেন্দ্র টাকা পরীক্ষা পরিচালনা, পরীক্ষার গোপনীয় মালামাল বোর্ডে জমা দেওয়াসহ পরীক্ষা–সংশ্লিষ্ট প্রশাসনিক কাজে ব্যয় করবে।

The post এইচএসসি পরীক্ষার অব্যবহৃত ফি ফেরত পাচ্ছেন পরীক্ষার্থীরা appeared first on Duranta Khobor.

]]>
4934
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা: ‘ইয়েস কার্ড’ পেলো আহমাদ গনী ও রাসেল উদ্দিন https://durantakhobor.net/news/4481?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a4%25e0%25a7%2580%25e0%25a7%259f-%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a4-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25a4%25e0%25a6%25bf%25e0%25a6%25af%25e0%25a7%258b%25e0%25a6%2597%25e0%25a6%25bf%25e0%25a6%25a4 Wed, 17 Feb 2021 14:19:24 +0000 https://durantakhobor.net/?p=4481 জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ চট্টগ্রাম জোন’র অডিশনে ‘ইয়েস কার্ড’ পেয়েছে আহমাদ গনী ও রাসেল উদ্দিন। শনিবার (১৩

The post জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা: ‘ইয়েস কার্ড’ পেলো আহমাদ গনী ও রাসেল উদ্দিন appeared first on Duranta Khobor.

]]>
জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা ‘আমান সিম সাওতুল কোরআন’-এ চট্টগ্রাম জোন’র অডিশনে ‘ইয়েস কার্ড’ পেয়েছে আহমাদ গনী ও রাসেল উদ্দিন।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) বহদ্দর হাট ক্বিরাতুল কুরআন মর্ডান মাদ্রাসায় এ অডিশনের আয়োজন করা হয়।
অডিশনে বিচারকের দায়িত্বে ছিলেন, ক্বারী মাওলানা মো শফিউল্লাহ ও ক্বারী আশিক মুস্তাভী।
উল্লেখ্য, সাওতুল কোরআন পুরো রমজান মাসজুড়ে এস.এ টিভিতে সম্প্রচার করা হবে। জাতীয় অনুষ্ঠানে প্রধান ইসলামিক আইকন হিসেবে উপস্থিত থাকবেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। প্রধান বিচারক হিসেবে থাকবেন বিশ্বনন্দিত ক্বারী শায়খ আহমাদ বিন ইউসুফ আল আজহারী।
জাতীয় পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রথম স্থান ১ লাখ, দ্বিতীয় ৭৫ হাজার এবং তৃতীয় স্থানকারী পাবে ৫০ হাজার টাকা নগদ সম্মাননাসহ পুরস্কার। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব ক্বারীকে দেয়া হবে সান্ত্বনা পুরস্কার।
দুরন্ত খবর/

The post জাতীয় ক্বিরাত প্রতিযোগিতা: ‘ইয়েস কার্ড’ পেলো আহমাদ গনী ও রাসেল উদ্দিন appeared first on Duranta Khobor.

]]>
4481
বেতন বাড়ল প্রাথমিকের সহকারী শিক্ষকদের https://durantakhobor.net/news/2577?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25a8-%25e0%25a6%25ac%25e0%25a6%25be%25e0%25a7%259c%25e0%25a6%25b2-%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25a5%25e0%25a6%25ae%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25b9%25e0%25a6%2595 Sun, 09 Feb 2020 12:43:14 +0000 https://durantakhobor.net/?p=2577 নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বেতন বৈষম্য দূর করতে

The post বেতন বাড়ল প্রাথমিকের সহকারী শিক্ষকদের appeared first on Duranta Khobor.

]]>
নিজস্ব প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম গ্রেডে উন্নীত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

বেতন বৈষম্য দূর করতে এসব শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করে রোববার (৯ ফেব্রুয়ারি) আদেশ জারি করা হয়েছে।

প্রাথমিকের প্রশিক্ষণপ্রাপ্ত সহকারী শিক্ষকরা এতদিন চতুর্দশ (১০,২০০ – ২৪,৬৮০ টাকা) এবং প্রশিক্ষণবিহীনরা পঞ্চদশ গ্রেডে (৯,৭০০ – ২৩,৪৯০ টাকা) বেতন পেয়ে আসছিলেন। এখন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণবিহী শিক্ষদের সবার বেতন ত্রয়োদশ গ্রেডে (১১,০০০ – ২৬,৫৯০ টাকা) শুরু হবে।

সহকারী শিক্ষকদের বেতন গ্রেড উন্নীত করা হলেও প্রধান শিক্ষকদের বেতন গ্রেড আগের মতই রাখা হয়েছে। অর্থাৎ প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা একাদশ এবং প্রশিক্ষণবিহীনরা দ্বাদশ গ্রেডে বেতন পাবেন।

আদেশে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা ২০১৯ এর তফসিল [বিধি (২) গ অনুযায়ী এদের বেতন গ্রেড উন্নীত করা হয়েছে।

এই তফসিল অনুযায়ী, প্রাথমিকের প্রধান শিক্ষকের ৬৫ শতাংশ পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে। আর ৩৫ শতাংশ পদে সরাসরি নিয়োগ করা হবে। এই ৬৫ শতাংশ পদে পদোন্নতিযোগ্য প্রার্থী পাওয়া না গেলে সরাসরি নিয়োগ দেওয়া যাবে। সহকারী শিক্ষক পদে ৭ বছরের অভিজ্ঞরা পদোন্নতির যোগ্য হবেন বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, সহকারী শিক্ষকদের সব পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি) হতে হবে।

এরআগে ২০১৪ সালের ৯ মার্চ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা তৃতীয় থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করে সরকার। একইসঙ্গে সহকারী শিক্ষকদের বেতন স্কেল এক ধাপ উন্নীত করা হয়।

The post বেতন বাড়ল প্রাথমিকের সহকারী শিক্ষকদের appeared first on Duranta Khobor.

]]>
2577
চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ হাইকোর্টের https://durantakhobor.net/news/2561?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%259a%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a7%25ae%25e0%25a7%25a8-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a5%25e0%25a7%2580%25e0%25a6%25b0-%25e0%25a6%25ad%25e0%25a6%25b0%25e0%25a7%258d%25e0%25a6%25a4 Sun, 09 Feb 2020 09:35:28 +0000 https://durantakhobor.net/?p=2561 আদালত প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ

The post চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ হাইকোর্টের appeared first on Duranta Khobor.

]]>
আদালত প্রতিবেদক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের তিনটি ইউনিটে (এ, বি ও সি) মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পৃথক চারটি রিটের শুনানি নিয়ে রোববার (৮ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

তবে যে ইউনিটের (ডি) ফলাফল এখনো প্রকাশ হয়নি, সেই ইউনিটের ক্ষেত্রে রিট আবেদনকারীর ভর্তির বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে।

মেধাতালিকায় থাকা ৮২ শিক্ষার্থী তিনটি ও ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া এক শিক্ষার্থী একটি রিট করেন।

মেধাতালিকায় থাকার পরও ভর্তিপ্রক্রিয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে তিনটি রিট করা হয়।

দুটি রিট আবেদনকারীদের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া বলেন, ৮২ শিক্ষার্থীর তিন ইউনিটে বিষয় নির্বাচনসহ ভর্তিপ্রক্রিয়া শেষ করতে আদালত আদেশ দিয়েছেন।

The post চবির ৮২ শিক্ষার্থীর ভর্তিপ্রক্রিয়া শেষ করতে নির্দেশ হাইকোর্টের appeared first on Duranta Khobor.

]]>
2561
ঢাবির থ্রিডি অ্যানিমেশন সার্টিফিকেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ https://durantakhobor.net/news/2557?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25a2%25e0%25a6%25be%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b0-%25e0%25a6%25a5%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a1%25e0%25a6%25bf-%25e0%25a6%2585%25e0%25a7%258d%25e0%25a6%25af%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a6%25bf%25e0%25a6%25ae%25e0%25a7%2587%25e0%25a6%25b6%25e0%25a6%25a8 Sun, 09 Feb 2020 09:26:41 +0000 https://durantakhobor.net/?p=2557 দুরন্ত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সৌজন্যে পরিচালিত অ্যানিমেশন ল্যাবের 3D Animation

The post ঢাবির থ্রিডি অ্যানিমেশন সার্টিফিকেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ appeared first on Duranta Khobor.

]]>
দুরন্ত ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশনের সৌজন্যে পরিচালিত অ্যানিমেশন ল্যাবের 3D Animation and VFX সার্টিফিকেট কোর্সের ২০২০-২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদনপত্র আহবান করা হয়েছে।

কোর্সের মেয়াদ: ১ বছর

নূন্যতম শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক পাশ অথবা সমমানের ডিগ্রী

আবেদনের শেষ তারিখ: ১২ ফেব্রুয়ারী, ২০২০

ভর্তি পরীক্ষার তারিখ: ১৫ ফেব্রুয়ারী, ২০২০, সময়: সকাল ১০.০০ টা থেকে ১১:৩০ টা

বিস্তারিত তথ্যের জন্য নিম্নলিখিত ওয়েবসাইট দেখুন:

www.cse.du.ac.bd/animation-lab

The post ঢাবির থ্রিডি অ্যানিমেশন সার্টিফিকেট কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ appeared first on Duranta Khobor.

]]>
2557
৯ মাসে ডাকসু নেতাদের খরচ সাড়ে ৮৩ লাখ টাকা, নুরুর খরচ শূন্য https://durantakhobor.net/news/2554?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a7%25af-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a7%2587-%25e0%25a6%25a1%25e0%25a6%25be%25e0%25a6%2595%25e0%25a6%25b8%25e0%25a7%2581-%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25a4%25e0%25a6%25be%25e0%25a6%25a6%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2596%25e0%25a6%25b0%25e0%25a6%259a-%25e0%25a6%25b8 Sun, 09 Feb 2020 09:14:47 +0000 https://durantakhobor.net/?p=2554 প্রতিনিধি, ঢাবি: গত বছরের মার্চে নির্বাচনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের খরচ হিসেবে তহবিল থেকে

The post ৯ মাসে ডাকসু নেতাদের খরচ সাড়ে ৮৩ লাখ টাকা, নুরুর খরচ শূন্য appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, ঢাবি: গত বছরের মার্চে নির্বাচনের পর থেকে ডিসেম্বর পর্যন্ত ৯ মাসে বিভিন্ন অনুষ্ঠান ও উদ্যোগের খরচ হিসেবে তহবিল থেকে ৮৩ লাখ ৫১ হাজার ৩০৪ টাকা উত্তোলন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা। এ ছাড়া ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৩ লাখ ৬৬ হাজার ৭৩ হাজার টাকা খরচ হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ডাকসুর চতুর্থ কার্যনির্বাহী সভা উপলক্ষে সংগঠনের প্রশাসনিক শাখা থেকে প্রকাশিত হিসাবপত্র সূত্রে এই তথ্য জানা গেছে। ডাকসুর বর্তমান কমিটির জন্য গত বছর পাস হওয়া বাজেটের আকার ১ কোটি ৮৯ লাখ টাকা।

প্রকাশিত হিসাব অনুযায়ী, ডাকসুর ক্রীড়া সম্পাদক শাকিল আহমেদ তহবিল থেকে ১৯ লাখ ৮১ হাজার টাকা, সাহিত্য সম্পাদক মাজহারুল কবির ১৩ লাখ ৭১ হাজার ৮৩৪ টাকা, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শাহরিমা তানজিন ৬ লাখ ৭১ হাজার ৯০০ টাকা, স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী ৭ লাখ ৮২ হাজার ১২০ টাকা, সংস্কৃতি সম্পাদক আসিফ তালুকদার ১২ লাখ ৬৫ হাজার টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আরিফ ইবনে আলী ৯ লাখ ৯৯ হাজার টাকা, সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ৪ লাখ ৫০ হাজার টাকা এবং ছাত্র পরিবহন সম্পাদক শামস-ঈ-নোমান ৫৮ হাজার ৭০০ টাকা উত্তোলন করেছেন। তবে ডাকসু ভিপি নুরু কোন টাকা উত্তোলন করেননি ।

ডাকসুর সদস্যদের মধ্যে তহবিল থেকে তানভীর হাসান ৯০ হাজার টাকা, রাকিবুল হাসান ৬১ হাজার ৭০০ টাকা, রাইসা নাসের ৭৪ হাজার ৫০ টাকা, রকিবুল ইসলাম ২ লাখ ২০ হাজার টাকা, মুহা. মাহমুদুল হাসান ৯৪ হাজার ৫০০ টাকা, রফিকুল ইসলাম ৩০ হাজার টাকা, ফরিদা পারভীন ৬১ হাজার ৫০০ টাকা, সাইফুল ইসলাম ১ লাখ টাকা এবং যোশীয় সাংমা তহবিল থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করেছেন। সদস্যদের জন্য আলাদা কোনো বাজেট ছিল না। এই টাকা তাঁরা তুলেছেন সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানীর তহবিল থেকে।

এ ছাড়া বিভিন্ন অনুষ্ঠানে স্পনসর থেকে ডাকসু নেতারা ৬ লাখ ৮৭ হাজার ৫০৪ টাকা পেয়েছেন বলে প্রকাশিত হিসাবপত্রে উল্লেখ করা হয়েছে৷

গত বছরের ৩০ মে পাস হওয়া ডাকসুর বাজেটে আনুষঙ্গিক খরচ হিসেবে সহসভাপতিকে (ভিপি) বরাদ্দ করা হয়েছিল ৫ লাখ টাকা। জিএসকে তিন খাতে মোট ৫২ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে অভিষেক অনুষ্ঠানের খরচ হিসেবে ৩০ লাখ, সাধারণ অনুষ্ঠানের খরচ হিসেবে ১৭ লাখ ও আনুষঙ্গিক খরচ হিসেবে তাঁকে বরাদ্দ করা হয়েছিল ৫ লাখ টাকা।

এ ছাড়া স্বাধীনতাসংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদককে ১০ লাখ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদককে ১৫ লাখ, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদককে ১০ লাখ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদককে ১৫ লাখ, সাহিত্য সম্পাদককে ১৫ লাখ, সংস্কৃতি সম্পাদককে ১৫ লাখ, সমাজসেবা সম্পাদককে ১৩ লাখ, ক্রীড়া সম্পাদককে ২০ লাখ এবং ছাত্র পরিবহন সম্পাদককে ১৫ লাখ টাকা বরাদ্দ করা হয়। এর বাইরে ডাকসু কার্যালয় ব্যবস্থাপনা খাতে ৪ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছিল।

ডাকসুর বাজেটটি ভিপি, জিএসসহ ৯ জন সম্পাদকের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। তবে ডাকসুর এজিএস ও ১৩ জন সদস্যকে কোনো বাজেট দেওয়া হয়নি। জিএসের সহায়ক হিসেবে এজিএসের আর ৯ জন সম্পাদকের সঙ্গে ১৩ জন সদস্যের কাজ করার কথা ছিল।

The post ৯ মাসে ডাকসু নেতাদের খরচ সাড়ে ৮৩ লাখ টাকা, নুরুর খরচ শূন্য appeared first on Duranta Khobor.

]]>
2554
বশেমুরবিপ্রবিতে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত https://durantakhobor.net/news/2551?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ac%25e0%25a6%25b6%25e0%25a7%2587%25e0%25a6%25ae%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25a4%25e0%25a7%2587-%25e0%25a6%25ad%25e0%25a7%258b%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25be-%25e0%25a6%2585 Sat, 08 Feb 2020 14:35:22 +0000 https://durantakhobor.net/?p=2551 প্রতিনিধি, বশেমুরবিপ্রবি: মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত

The post বশেমুরবিপ্রবিতে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, বশেমুরবিপ্রবি: মুজিববর্ষ উপলক্ষে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) প্রায় ১৫ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণমূলক অনুষ্ঠান ‘ভোক্তা অধিকার ও ক্যারিয়ার ফেস্টিভ্যাল-২০২০’।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের মুক্তমঞ্চে বর্ণাঢ্য এ ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়।

ই-কর্মাস প্রতিষ্ঠান ‘ই-ভ্যালি’র সহায়তায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) ঢাকা বিভাগীয় কার্যালয়ের সঙ্গে যৌথভাবে ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস) ও এর যুব শাখা ‘কনজুমার ইয়ুথ বাংলাদেশ’ (সিওয়াইবি) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান বাস্তবায়নে ছিল সিওয়াইবির বশেমুরবিপ্রবি শাখা।

শাখা সিওয়াইবির সভাপতি ও অনুষ্ঠানের আহ্বায়ক তারিক লিটুর সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শাহজাহান।

প্রধান বক্তা হিসেবে ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের ঢাকা বিভাগীয় উপ-পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার, সম্মানিত অতিথি হিসেবে শেয়ার অ্যান্ড কেয়ারের সিইও ও স্থানীয় ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে সিসিএস এর নির্বাহী পরিচালক ও সিওয়াইবির কেন্দ্রীয় সভাপতি পলাশ মাহমুদ, সিওয়াইবির বশেমুরবিপ্রবি শাখার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলাম ও মো. আবদুর রহমান, সিওয়াইবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সোহরাওয়ার্দী শুভ, যুগ্ম-সম্পাদক ইমরান শুভ্র প্রমুখ।

The post বশেমুরবিপ্রবিতে ভোক্তা অধিকার ও ক্যারিয়ার ফেস্টিভ্যাল অনুষ্ঠিত appeared first on Duranta Khobor.

]]>
2551
ফরিদপুরে মায়ের পরীক্ষা দিতে এসে ধরা খেল মেয়ে https://durantakhobor.net/news/2548?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25ab%25e0%25a6%25b0%25e0%25a6%25bf%25e0%25a6%25a6%25e0%25a6%25aa%25e0%25a7%2581%25e0%25a6%25b0%25e0%25a7%2587-%25e0%25a6%25ae%25e0%25a6%25be%25e0%25a7%259f%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%25aa%25e0%25a6%25b0%25e0%25a7%2580%25e0%25a6%2595%25e0%25a7%258d%25e0%25a6%25b7%25e0%25a6%25be-%25e0%25a6%25a6 Sat, 08 Feb 2020 13:59:29 +0000 https://durantakhobor.net/?p=2548 প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মায়ের পরিবর্তে মেয়ে, বোনের পরিবর্তে বোন ও ভাইয়ের পরিবর্তে

The post ফরিদপুরে মায়ের পরীক্ষা দিতে এসে ধরা খেল মেয়ে appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় মায়ের পরিবর্তে মেয়ে, বোনের পরিবর্তে বোন ও ভাইয়ের পরিবর্তে ভাই প্রক্সি দিতে আসা আটজন ধরা পড়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকালে নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক আটজনকে ১ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার চতুল উচ্চবিদ্যালয় কেন্দ্রে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নবম শ্রেণির প্রথম পর্বের গণিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালিয়ে ওই আটজনকে আটক করে। পরে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১১ ধারা অনুযায়ী এ জরিমানা করেন।

যাদের জরিমানা করা হয়, তারা হলেন- মায়ের পরীক্ষা দিতে আসা সুবর্ণাকে ২০ হাজার, বোনের পরীক্ষা দিতে আসা লিমাকে ২০ হাজার এবং ভাইয়ের পরীক্ষা দিতে আসা ফয়সাল শেখকে ১৫ হাজার, শুভ সরকারকে ২৫ হাজার, রাজিব খানকে ২৫ হাজার, নাইম শেখকে ২৫ হাজার, বাবর আলীকে ২৫ হাজার, সোহাগ কীর্ত্তনিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ওই কেন্দ্রের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ১১ ধারা অনুযায়ী আটজনকে জরিমানা করা হয়েছে।

The post ফরিদপুরে মায়ের পরীক্ষা দিতে এসে ধরা খেল মেয়ে appeared first on Duranta Khobor.

]]>
2548
যবিপ্রবিসাস’র সভাপতি রাসেল, সম্পাদক মোসাব্বির https://durantakhobor.net/news/2534?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%25af%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25aa%25e0%25a7%258d%25e0%25a6%25b0%25e0%25a6%25ac%25e0%25a6%25bf%25e0%25a6%25b8%25e0%25a6%25be%25e0%25a6%25b8%25e0%25a6%25b0-%25e0%25a6%25b8%25e0%25a6%25ad%25e0%25a6%25be%25e0%25a6%25aa%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b0%25e0%25a6%25be%25e0%25a6%25b8 Sat, 08 Feb 2020 12:29:02 +0000 https://durantakhobor.net/?p=2534 প্রতিনিধি, যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ২০১৯-২০ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি

The post যবিপ্রবিসাস’র সভাপতি রাসেল, সম্পাদক মোসাব্বির appeared first on Duranta Khobor.

]]>
প্রতিনিধি, যবিপ্রবি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) ২০১৯-২০ সেশনের দ্বিতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক গ্রামের কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাসেল আহমেদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

শনিবার (8 ফেব্রুয়ারি) বেলা ১১টা-১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন ও সহকারী নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর মো. আব্দুস সালাম ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি দৈনিক লোকসমাজ প্রতিনিধি কৃষ্ণ বালা, যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খোলা কাগজ প্রতিনিধি নাজমুল হোসাইন, অর্থ সম্পাদক দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি সজীবুর রহমান, সাংগঠনিক সম্পাদক দ্যা ক্যাম্পাস টুডে প্রতিনিধি ওয়াশিম আকরাম, প্রচার প্রকাশনা ও দপ্তর সম্পাদক ক্যাম্পাস লাইভ প্রতিনিধি মনিরুল ইসলাম আকাশ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্টুডেন্ট জার্নাল প্রতিনিধি তোফায়েল প্রধাণ, কার্যনির্বাহি সদস্য-ভার্সিটি ভয়েস প্রতিনিধি রাসেদুর রহমান, দৈনিক আলোকিত ভোরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি লিজা লুবাইয়া লিপি, আজকের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নির্মল কুমার।

The post যবিপ্রবিসাস’র সভাপতি রাসেল, সম্পাদক মোসাব্বির appeared first on Duranta Khobor.

]]>
2534