ঘাটতি Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/ঘাটতি Welcome To Bangaldeshi Largest News Network Wed, 20 Nov 2019 11:18:25 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.2 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 ঘাটতি Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/ঘাটতি 32 32 167021010 আগামী এক বছরেও লবণের ঘাটতি হবেনা https://durantakhobor.net/news/1768?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%2597%25e0%25a6%25be%25e0%25a6%25ae%25e0%25a7%2580-%25e0%25a6%258f%25e0%25a6%2595-%25e0%25a6%25ac%25e0%25a6%259b%25e0%25a6%25b0%25e0%25a7%2587%25e0%25a6%2593-%25e0%25a6%25b2%25e0%25a6%25ac%25e0%25a6%25a3%25e0%25a7%2587%25e0%25a6%25b0-%25e0%25a6%2598%25e0%25a6%25be%25e0%25a6%259f%25e0%25a6%25a4 Wed, 20 Nov 2019 11:18:17 +0000 https://durantakhobor.net/?p=1768 সম্প্রতি দেশে লবণের মজুত আর দাম নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় জনমনে অস্বস্তি দেখা দিয়েছে।আর সেই অস্বস্তি দূর করার লক্ষ্যে শিল্পমন্ত্রী

The post আগামী এক বছরেও লবণের ঘাটতি হবেনা appeared first on Duranta Khobor.

]]>
সম্প্রতি দেশে লবণের মজুত আর দাম নিয়ে গুজব ছড়িয়ে পড়ায় জনমনে অস্বস্তি দেখা দিয়েছে।আর সেই অস্বস্তি দূর করার লক্ষ্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন জানিয়েছেন যে,আগামী ছয় মাসের চাহিদার পরিমাণ লবণ মজুত রয়েছে।

তিনি বলেন, গত মৌসুমে ১৬ লাখ ৫৭ হাজার টন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার টন লবণ উৎপাদন হয়েছে। আজ (২০ নভেম্বর) পর্যন্ত লবণ মিল ও চাষি পর্যায়ে ছয় লাখ ১১ হাজার টন লবণ মজুত রয়েছে।

বুধবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে ব্রিফিংকালে শিল্পমন্ত্রী এ কথা জানান। আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এ সময় উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে ২২২ মিল চালু রয়েছে। চালু মিলে মোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ টন। অন্যদিকে ভোজ্য লবণের দৈনিক জাতীয় চাহিদা দুই হাজার ৪৫৪ টন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক তিন হাজার টন লবণ উৎপাদন করছে।

তিনি বলেন, মঙ্গলবার (১৯ নভেম্বর) মিল থেকে বাজারে মোট তিন হাজার ২০০ টন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মৌসুমে উৎপাদিত লবণও ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে।লবণের পর্যাপ্ত মজুতের ফলে শুধু ছয় মাস নয়, আগামী এক বছরেও কোনো ঘাটতি হবে না বলে উল্লেখ করেন তিনি।

আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সূচিত উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।পদ্মা সেতু, রামু, ভোলা ও নাসিরনগরের ঘটনা, যানবাহন ও নিরাপদ সড়ক আন্দোলন ইত্যাদি থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে এ ধরনের মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে। ওপেন ডাটা এনালাইসিসের মাধ্যমে ইতিমধ্যে এসব জঘন্য অপরাধে জড়িত দেশি বিদেশি চক্রকে শনাক্ত করা হয়েছে। দেশবিরোধী এসব সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানান তিনি।

উল্লেখ্য, ভোক্তাদের সুবিধার্থে আজ থেকে রাজধানীর চার স্পটে খোলাবাজারে লবণ বিক্রি শুরু করেছে বিসিক। স্পটগুলো হচ্ছে- উত্তরা বিজিবি মার্কেট, ধানমন্ডি ৯/এ, মিরপুর-১ এবং লালবাগ শ্যামা সল্ট মিল প্রাঙ্গণ। প্রতি কেজি সরু লবণ ৩০ টাকা এবং মোটা লবণ ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে।

The post আগামী এক বছরেও লবণের ঘাটতি হবেনা appeared first on Duranta Khobor.

]]>
1768