লতা মঙ্গেশকর Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/লতা-মঙ্গেশকর Welcome To Bangaldeshi Largest News Network Mon, 11 Nov 2019 13:33:04 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 লতা মঙ্গেশকর Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/লতা-মঙ্গেশকর 32 32 167021010 কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা সংকটাপন্ন https://durantakhobor.net/news/1654?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2595%25e0%25a6%25bf%25e0%25a6%2582%25e0%25a6%25ac%25e0%25a6%25a6%25e0%25a6%25a8%25e0%25a7%258d%25e0%25a6%25a4%25e0%25a6%25bf-%25e0%25a6%25b8%25e0%25a6%2599%25e0%25a7%258d%25e0%25a6%2597%25e0%25a7%2580%25e0%25a6%25a4-%25e0%25a6%25b6%25e0%25a6%25bf%25e0%25a6%25b2%25e0%25a7%258d%25e0%25a6%25aa%25e0%25a7%2580 Mon, 11 Nov 2019 12:44:11 +0000 https://durantakhobor.net/?p=1654 উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সংকটপন্ন হয়ে উঠায় সোমবার ভোর রাতে এই সুরসাম্রাজ্ঞীকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে

The post কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা সংকটাপন্ন appeared first on Duranta Khobor.

]]>
উপমহাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের শারীরিক অবস্থা সংকটপন্ন হয়ে উঠায় সোমবার ভোর রাতে এই সুরসাম্রাজ্ঞীকে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। সেখানে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। খবরটি নিশ্চিত করেছে ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দু, ইন্ডিয়ান টাইমস।

হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল রাত দেড়টা নাগাদ লতা মঙ্গেশকরকে হাসপাতালে আনা হয়। সেখানকার জ্যেষ্ঠ পরামর্শক ফারুখ ই উদওয়াড়িয়ার তত্ত্বাবধানে আইসিইউ-তে ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন তিনি। শ্বাসকষ্টের পাশাপাশি লতা মঙ্গেশকরের নিউমোনিয়া এবং হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়েছে বলেও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

এই গুনী শিল্পী তাঁর ক্যারিয়ার শুরু করেছিলেন ১৯৪২ সালে, মারাঠি গান গেয়ে। ১৯৪৬ সালে তিনি প্রথম হিন্দি সিনেমার জন্য গান করেন। বসন্ত জোগলেকরের ‘আপ কি সেবা মে’ ছবিতে তিনি ‘পা লাগু কার জোরি’ গানটি গেয়েছিলেন। দুই বছর পর সুরকার গুলাম হায়দার তাঁকে প্রথম বড় সুযোগ দেন। ‘মজবুর’ ছবিতে ‘দিন মেরা তোরা’ গানটির পর লতাকে আর পেছনে তাকাতে হয়নি।

উপমহাদেশের সুরসাম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।

সংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি গান রেকর্ডের ইতিহাস আশা ভোঁসলের। তিনি গেয়েছেন প্রায় দশ হাজার গান। গিনিজ বইয়ের এ রেকর্ডটি ছোট বোন আশার হওয়ার আগে ছিল লতা মঙ্গেশকর। লতা গেয়েছেন প্রায় সাড়ে সাত হাজার গান। লতা মঙ্গেশকর প্রায় ৩৬টি ভাষায় গান করেছেন।

লতা মঙ্গেশকর সঙ্গীত জগতে তার অসাধারন অবদানের জন্য ২০০১ সালে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন পেয়েছিলেন। ১৯৮৯ সালে পেয়েছিলেন দাদাসাহেব ফালকে পুরস্কার।

The post কিংবদন্তি সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকরের অবস্থা সংকটাপন্ন appeared first on Duranta Khobor.

]]>
1654