0.5 Selfie Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/0-5-selfie Welcome To Bangaldeshi Largest News Network Sat, 28 Sep 2024 12:22:05 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.5.5 https://i0.wp.com/durantakhobor.net/wp-content/uploads/2021/02/cropped-Duranta-Min-Logo.png?fit=32%2C32&ssl=1 0.5 Selfie Archives - Duranta Khobor https://durantakhobor.net/news/tag/0-5-selfie 32 32 167021010 আপনি জানেন কি ০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি? https://durantakhobor.net/news/4950?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25a6%2586%25e0%25a6%25aa%25e0%25a6%25a8%25e0%25a6%25bf-%25e0%25a6%259c%25e0%25a6%25be%25e0%25a6%25a8%25e0%25a7%2587%25e0%25a6%25a8-%25e0%25a6%2595%25e0%25a6%25bf-%25e0%25a7%25a6-%25e0%25a7%25ab-%25e0%25a6%25b8%25e0%25a7%2587%25e0%25a6%25b2%25e0%25a6%25ab%25e0%25a6%25bf-%25e0%25a6%2595%25e0%25a7%2580-%25e0%25a6%259c Sat, 28 Sep 2024 12:22:05 +0000 https://durantakhobor.net/?p=4950 বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সবচেয়ে অভ্যস্ত জেনারেশন হল জেন জি বা জেনারেশন জেড। ক্যামেরা, স্মার্টফোন, সোশাল মিডিয়া থেকে শুরু করে

The post আপনি জানেন কি ০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি? appeared first on Duranta Khobor.

]]>
বর্তমানে বিভিন্ন প্রযুক্তির সঙ্গে সবচেয়ে অভ্যস্ত জেনারেশন হল জেন জি বা জেনারেশন জেড। ক্যামেরা, স্মার্টফোন, সোশাল মিডিয়া থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা, সবকিছুতেই রয়েছে তাদের জানা শোনা। ফলে স্বাভাবিকভাবেই, প্রযুক্তি জগতের অনেক নতুন ট্রেন্ডই আসে তাদের হাত ধরে।

এমনই এক ট্রেন্ড হল ০.৫ বা পয়েন্ট ফাইভ সেলফি। ছবি তোলার এ অনন্য ধরন, ছবিকে দেয় মজার ফ্রেম। এ বিষয়ে বিস্তারিত এক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট অ্যান্ড্রয়েড পুলিস। চলুন জেনে নেই ০.৫ সেলফির আদ্যোপান্ত।

আল্ট্রা ওয়াইড লেন্স

এ সেলফির ধরন বুঝতে হলে আল্ট্রা ওয়াইড লেন্স সম্পর্কে কিছুটা ধারণা থাকা প্রয়োজন। আল্ট্রাওয়াইড ক্যামেরা একটি স্ট্যান্ডার্ড বা জুম লেন্সের তুলনায় আলাদা ফোকাল লেন্থ ও অ্যাঙ্গেল দেখায়। আল্ট্রা ওয়াইড ক্যামেরাওয়ালা প্রথম স্মার্টফোন ছিল এলজি কোম্পানির জি৫, যা ২০১৬ সালে বের হয়েছিল বলে প্রতিবেদনে লিখেছে অ্যান্ড্রয়েড পুলিস। তবে, এটি মূলধারায় প্রবেশ করে আইফোন ১১’র হাত ধরে।

বর্তমানে বেশিরভাগ অ্যান্ড্রয়েড বা আইফোনে আল্ট্রাওয়াইড লেন্স থাকে। ফলে, ০.৫ সেলফি তোলা এখন আগের তুলনায় অনেক সহজ।

আল্ট্রাওয়াইড ক্যামেরায় ‘০.৫এক্স’ লেবেলের মানে হল, ক্যামেরার প্রধান লেন্সের ফোকাল দৈর্ঘ্যের প্রায় অর্ধেক ব্যবহার করে এটি, ফলে একটি বিস্তৃত দৃশ্য ক্যামেরায় ধারণ করতে পারে। এখানে, এক্স হল জুমের মান, ১এক্স হল প্রধান ক্যামেরার সাধারণ জুমের মান। আর ০.৫এক্স লেন্স জুম আউট করে, ফ্রেমের মধ্যে দ্বিগুণ জিনিস নিয়ে আসে যা একটি আল্ট্রাওয়াইড বা বিস্তৃত দৃষ্টিকোণে ছবি তুলতে পারে।

সাধারণত ল্যান্ডস্কেপ ছবি তোলা বা ছোট জায়গায় চওড়া ভিউ পাওয়ার বেলায় আল্ট্রাওয়াইড ক্যামেরা ভালো কাজ করে।

০.৫ সেলফি এবং কেন এটি জনপ্রিয়

০.৫ সেলফি বা পয়েন্ট-ফাইভ সেলফি অ্যাপল আইফোন ১১’র সঙ্গে আল্ট্রা-ওয়াইড ক্যামেরা লেন্স যোগ করার পরে জনপ্রিয়তা লাভ করে। এটি স্মার্টফোনের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করে, যা প্রথাগত সেলফির তুলনায় বিস্তৃত দৃশ্য ধারণ করে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ইন্সটাগ্রাম ও টিকটকে জেন-জিদের মধ্যে এ ট্রেন্ড জনপ্রিয় হয়ে উঠেছে। এমনকি অনেক সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, এবং অন্যান্য জনপ্রিয় ব্যক্তিত্বদেরও দৃষ্টি আকর্ষণ করেছে এ ধরনের ছবি।
আল্ট্রাওয়াইড ক্যামেরা ব্যবহার করে, একটি ছবির সাবজেক্ট বা বিষয়ের যত কাছে যাবেন ততবেশি ‘ফিশ-আই’ ইফেক্ট দেখতে পাবেন, যেখানে লেন্সের কাছাকাছি জিনিসগুলো কিছুটা ফোলানো এবং কিছুটা বিকৃত দেখায়। যেমন হাত অস্বাভাবিক লম্বা দেখায় ও লেন্সের সবচেয়ে কাছের ব্যক্তির চেহারাও কিছুটা বোকা বোকা লাগতে পারে।

স্ট্যান্ডার্ড পোর্ট্রেইট বা প্রতিদিনের ছবির জন্য ০.৫এক্স লেন্স ব্যবহার না করাই ভালো। তবে, এটি ছবিতে আলাদা ভাব যোগ করে যা ছবিগুলো সোশাল মিডিয়াতে শেয়ারের বেলায় আরও মজার করে তোলে।

কীভাবে তুলবেন?

১. ফোনের ক্যামেরা অ্যাপ চালু করুন। ব্যাক ক্যামেরায় ‘০.৫x’ বা আল্ট্রা ওয়াইড জুম নির্বাচন করুন। অনেক ফোনে স্ক্রিন সোয়াইপ করেও জুম আউট করতে পারবেন।

২. ছবি তোলার বেলায় লেন্স নিজের দিকে তাক করে হাত পুরোপুরি বাড়িয়ে ধরতে পারেন অথবা ক্যামেরা চেহারার কাছাকাছিও নিতে পারেন।

৩. এবার ফোনের ভলিউম বোতামের সাহায্যে ছবি নিলেই হয়ে যাবে ০.৫ বা পয়েন্ট ফাইভ সেলফি।

কেবল সোশাল মিডিয়া ট্রেন্ড ছাড়াও ০.৫ সেলফি দারুণ ইফেক্টও যোগ করে। পাশাপাশি, ছবিতে চারপাশের পরিবেশও ভালো করে ফুটিয়ে তুলতে পারে এটি। অনেক বন্ধুবান্ধব একসঙ্গে গ্রুপ সেলফি তোলার সময় ফ্রেমে না আঁটলেও তুলে ফেলতে পারেন একটি পয়েন্ট ফাইভ সেলফি।

The post আপনি জানেন কি ০.৫ সেলফি কী জিনিস? কীভাবে তোলে এমন সেলফি? appeared first on Duranta Khobor.

]]>
4950