রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিহত ২
দুরন্ত: রাজধানীর মহাখালী ও বনানী এলাকায় ট্রেনে কাটা পড়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীসহ একজন অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ দুজনের লাশ উদ্ধর করে মর্গে পাঠিয়েছে।
নিহত রাহিমা আক্তারসহ (২৫) পিপলস বিশ্ববিদ্যালয়ের বিবিএ-এর শিক্ষার্থী ছিলেন। মুন্সীগঞ্জের গজারিয়ার আবদুল বাসেত শিকদারেরর মেয়ে রাহিমা।
কমলাপুর রেলওয়ে থানার ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান, রাতে মহাখালী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সে রাতে কমলাপুরগামী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা মোবাইল ফোনের কললিস্টের মাধ্যমে বাবা আবদুল বাসেত শিকদারকে খবর দিলে তিনি এসে মরদেহ শনাক্ত করেছেন।
এদিকে ওই ঘটনার কিছু সময় পর বনানী চেয়ারম্যানবাড়ি এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৪০) আরো এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।