শ্যামপুর ও ডেমরায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ
দুরন্তবিডি: রাজধানীর শ্যামপুর ও ডেমরা এলাকায় দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর মঙ্গলবার দিবাগত রাতে তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এর মধ্যে ডেমরার ধর্ষণের ঘটনায় সহায়তার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ।
শ্যামপুরে ৫০ বছরের এক প্রতিবেশী বৃদ্ধের বিরুদ্ধে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কিশোরীর বাবার অভিযোগ, গত রবিবার বিকাল সাড়ে চারটার দিকে ৫০ বছরের বৃদ্ধ লাহাবুদ্দিন তাকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করেন।
পরে কিশোরী চিৎকার চেঁচামেচি করলে তিনি পালিয়ে যান। এর একদিন পর মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অপরদিকে, ডেমরায় অপহরণের পর কিশোরীকে ধর্ষণ করা হয়। পরিবারের অভিযোগ, গত ৩ অক্টোবর ওই স্কুলছাত্রী স্কুল থেকে বের হওয়ার পর একজন নারী চার থেকে পাঁচজন মিলে একটি মাইক্রোবাসে তাকে তুলে নিয়ে যায়।
এ ঘটনার পর ওই ছাত্রীর পরিবার ডেমরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ক্যান্টনমেন্ট থানার মানিকদী এলাকা থেকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ডেমরা থানার পুলিশ।
পরে তাকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় সেলিনা আক্তার নামের এক নারীকে আটক করেছে বলেও জানান ডেমরা থানার উপপরিদর্শক শহিদুল ইসলাম।