ভালোবাসার জায়গা থেকে রিস্ক নিয়েছি: কর্নিয়া
দুরন্তবিডি: গত ২৪ আগস্ট ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে প্রকাশিত হয় আসিফ আকবর ও কর্নিয়ার দ্বৈতগান ‘কি করে তোকে বোঝাই’। গানটি প্রকাশের পর আসিফ-কর্নিয়ার রসায়ন দেখে যেমন মুগ্ধ হয়েছেন দর্শক- শ্রোতা, তেমন আসিফ-কর্নিয়াকে পেয়েছেন রোমান্টিক লুকে।
সম্প্রতি,কর্নিয়া নতুন গান এবং নতুন লুক নিয়ে হাজির হয়েছেন র্দশক-শ্রোতাদের সামনে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যনারে প্রকাশিত হয়েছে তার নতুন গান ‘তোমায়’। এই গান এবং গানের ভিডিওতে র্দশক-শ্রোতা কর্নিয়াকে পাবে মঞ্চ কাঁপানো রস্টারের ভূমিকায়।
‘ঘুম ভাঙা সব স্বব্ধ ক্ষণে/ এলোমেলো যতো স্বপ্ন কোনে/ খুব করে শুধু চেয়েছি আজ তোমায়’ এমন কথার গানটি লিখেছেন, সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন সেতু চৌধুরী। গানটির ভিডিও নির্মাণ করেছেন তানভীর খান।
গানটি প্রসঙ্গে কর্নিয়া বলেন, আমার জানামতে, বাংলাদেশে রক গান করে এরকম মেয়ে সঙ্গীতশিল্পীর সংখ্যা হাতে গোনা। তাই রক গানের প্রতি একান্ত ভালোলাগা আর ভালোবাসার জায়গা থেকেই এই রিস্কটা নেয়া। তবে গানটিতে আমি আমার গায়কীর কারিশমা দেখিয়েছি পুরোটাই। ধন্যবাদ সেতু ভাই এবং তানভীর ভাইকে। অডিও আর ভিডিওর মধ্যে এই সুন্দর সংযোগ ঘটানোর জন্য। কৃতজ্ঞতা ধ্রুব মিউজিক স্টেশনের প্রতিও। ’
দর্শক-শ্রোতার ভালো লাগলেই আমার সার্থকতা। তাদের প্রতি আমার অনুরোধ থাকবে ভালো-মন্দ কমেন্টস করে জানানোর। আমি তাদের কমেন্টেসের অপেক্ষায় থাকবো।