শিশুদের নিরাপত্তায় ক্যাসপারস্কির ‘সেইফ কিডস’
দুরন্তটেক: শিশুদের নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে ক্যাসপারস্কি ‘সেইফ কিডস’ অ্যান্টিভাইরাস বাংলাদেশের বাজারে এনেছে ক্যাসপারস্কি পণ্যের বিপণনকারী প্রতিষ্ঠান অফিসএক্সট্রাক্টস। গতকাল বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অফিসএক্সট্রাক্টসের সিইও প্রবীর সরকার জানান, ইন্টারনেট এখন শিক্ষা এবং সামাজিকতার অবিচ্ছেদ্য অংশ।
ইন্টারনেট ব্যবহার বন্ধ নয়, সচেতনতা এবং নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমেই অনলাইনে শিশুদের নিরাপদে রাখা যায়। শিশুদের ইন্টারনেট ব্যবহারে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে সেইফ কিড্স। সংস্করণটি কাজে লাগিয়ে শিশুরা কতক্ষণ ইন্টারনেট ব্যবহার করছে, কোন ওয়েবসাইটে প্রবেশ করছে তা জানা যাবে। চাইলে আগে থেকেই ইন্টারনেট ব্যবহারের সময়সীমাও নির্ধারণ করা যাবে। ফলে অভিভাবকদের নির্দেশনা অনুযায়ী শিশুরা নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে পারবে।