ঢাবির প্রশ্ন ফাঁস; নাটোর ক্রীড়া অফিসার গ্রেপ্তার

প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত সন্দেহে নাটোর ক্রীড়া অফিসারকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা। ওই ক্রীড়া কর্মকর্তার নাম রাকিবুল হাসান এছাহী।
ঢাকায় এনে তাকে জিজ্ঞাসাবাদ করবে তদন্ত বিভাগের (সিআইডি) কর্মকর্তারা।

গত সোমবার রাত সাড়ে ৩টার সময় তাকে নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজার এলাকা থেকে আটক করে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

গুরুদাসপুর থানার ওসি দিলীপ কুমার দাস সাংবাদিকদের বলেন, এছাহী নিখোঁজ ছিলেন না। অথচ গত তিন দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বা তিনি নিখোঁজ রয়েছেন বলে তার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছিলো। তাকে তার শ্বশুর বাড়ি থেকেই আটক করা হয়েছে।

নাটোরের পুলিশ সুপার (এসপি) বিপ্লব বিজয় তালুকদার সাংবাদিকদের বলেন, জেলা ক্রীড়া কর্মকর্তা রাকিবুল হাসান এছাহী নিখোঁজ হননি। তাকে সিআইডি অফিসের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় নিয়ে গেছেন।

এ বিষয়ে সিআইডির পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে সংবাদকর্মীদের সব জানিয়ে দেওয়া হবে বলে জানান পুলিশ সুপার।

Spread the love