স্কুলছাত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে একজনের ফাঁসি, দুজনের যাবজ্জীবন
রংপুর প্রতিনিধি:
রংপুর মহানগরীর সমাজকল্যাণ বিদ্যাবিথি স্কুলের ৯ম শ্রেণীর ছাত্রী মাসুদা আক্তার মনিকে এসিড নিক্ষেপের মামলায় একজনের ফাঁসি এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। বুধবার দুপুরে এ আদেশ দেন বিচারক মঞ্জুরুল বাছিদ।
রায় সূত্রে প্রকাশ, একাধিকবার প্রেমের প্রস্তাব এবং সর্বশেষ বিয়ের প্রস্তাব দেয়ার পরেও তা প্রত্যাখ্যান করায় ২০১২ সালে ১৩ আগস্ট মনিকে এসিড নিক্ষেপ করে আরিফুল ইসলাম, আলাল ও দুলাল মিয়া নামের তিন যুবক। সহযোগী হিসাবে ছিলেন আরেফিন ও রাসেল ওরফে সাদ্দাম।
দীর্ঘ শুনানি শেষে আরিফুলকে ফাঁসিতে ঝুলিয়ে মুত্যৃদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা ও আলাল এবং দুলালকে যাবজ্জীবন এবং ১ লাখ টাকা করে জরিমানা করে। আপরাধ প্রমানতি না হওয়ায় অপর দু আসামী আরেফিন, রাসেল ওরফে সাদ্দামকে খালাস দেয়া হয়।