ফিলিস্তিনি কমান্ডার হত্যায় ইসরায়েলে গাজা থেকে হামলা
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের অন্যতম শীর্ষ কমান্ডার বাহা আবু আল আতা ইসরায়েলি হামলায় নিহত হওয়ার জবাবে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর ব্যাপক রকেট হামলা চালানো হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবী,গতকাল মঙলবার ইসরায়েল গাজা উপত্যকায় বাহা আবু আল আতার বাড়ীতে বিমান হামলা চালিয়ে স্বস্ত্রীক হত্যা করে। আর সেই হামলায় বাহা আবু আল আতার দুই সন্তানসহ তিনজন আহত হয়।
ফিলিস্তিনি ইসলামিক জিহাদের এই কমান্ডার নিহত হওয়ার পর গাজা উপত্যকা থেকে ইসরায়েলের উপর ব্যাপকভাবে রকেট হামলা চালানো হয়।গাজা থেকে ছোড়া এসব রকেট ইসরায়েলের বিভিন্ন স্থানে আঘাত হানে এবং ইসরায়েলের কয়েকটি মহাসড়কের উপর বিস্ফোরিত হয়।এতে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এছাড়া রকেট হামলায় কোন কোন ভবনেও আগুন ধরে যায়।