দুদকে দুইজন নতুন মহাপরিচালক
দুর্নীতি দমন কমিশনে (দুদক) আরও দুজন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে দুজন মহাপরিচালক নিয়োগ দিয়ে তাদের মন্ত্রিপরিষদ বিভাগে ন্যস্ত করে আদেশ জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মো. জাকির হোসেন এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের পরিচালক (যুগ্মসচিব) মো. রেজানুর রহমান দুককের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
উল্লেখ্য,দুদকে আটটি মহাপরিচালকের পদ রয়েছে।