রাজধানীর ভাটারায় শিশু ধর্ষণ: এক আসামি গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারা এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় করা মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার রাসেল মিয়া নামে ওই কিশোরের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
শনিবার (১১ জানুয়ারি) রাতে কুমিল্লা থেকে তাকে গ্রেপ্তার করার পর রাতেই তাকে ঢাকায় এনে ভাটারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম জানিয়েছেন।
ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামান জানান, নির্যাতিত কিশোরীর মায়ের দায়ের করা মামলায় মোট চার আসামি থাকলেও শুধু রাসেলেরই নাম উল্লেখ করা ছিল।
“শিশুটির বর্ণনা অনুযায়ী তার মা আমাদের বলেছেন, চারজন ১৫/১৬ বছরের ছেলে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। রাসেলকে রিমান্ডে নিয়ে ঘটনার সাথে যারা যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা হবে।”
বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্ষণের শিকার শিশুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছে।