খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ বৃদ্ধ গ্রেফতার
সংবাদদাতা, কেরানীগঞ্জ
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ষাট বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযুক্ত বৃদ্ধ থানার ঝাউবাড়ী এলাকায় এক বাড়ির মালিক। তার নাম হাজি সিদ্দিক। ঘটনার শিকার শিশু তার বাড়ির ভাড়াটিয়া। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে খাবারের প্রলোভন দেখিয়ে হাজি সিদ্দিক তাকে ধর্ষণ করে।
এ ঘটনায় বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধ হাজি সিদ্দিককে গ্রেফতার করেছে।
জানা গেছে, ধর্ষণের পর ঐ শিশুর রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা দ্রুত তার মেয়েকে প্রথমে মিটফোর্ড ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল্লাহ বলেন, তাকে বিশেষ ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে হাজি সিদ্দিককে গ্রেফতার করেছে।