বগুড়ায় এমপি ইসমত আরা সাদেকের দাফন সম্পন্ন
প্রতিনিধি, বগুড়া
সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক বগুড়ায় তার বাবা মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন।
বুধবার (২২জানুয়ারি) বিকালে বগুড়া শহরের সাতানী জামে মসজিদে জানাজা শেষে সাতআনি জমিদার বাড়ির পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।
যশোর-৬ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসমত আরা গত মঙ্গলবার ঢাকায় মারা যান। সাবেক শিক্ষামন্ত্রী এ এস এইচ কে সাদেকের স্ত্রী ইসমত আরা বগুড়ার সাতআনি জমিদার পরিবারের সন্তান। ১৯৪২ সালের ১২ ডিসেম্বর জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা সাতানী বাড়ির জমিদার মাহবুবুর রহমান চৌধুরী ও মা সায়েরা খাতুন।
বুধবার বগুড়ায় জানাজার আগে তার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মাদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের নেতারা।