অ্যাডভেঞ্জার অব সুন্দরবনে সিয়াম-পরীমণি
বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার উদীয়মান অভিনেতা সিয়াম আহমেদ জুটি বাধছেন জনপ্রিয় নায়িকা পরীমণির সঙ্গে। ‘অ্যাডভেঞ্জার অব সুন্দরবন’ সিনেমায় তারা অভিনয় করতে যাচ্ছেন। মার্চের মাঝামাঝি সুন্দরবনের বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং শুরু হবে।
সরকারি অনুদান পাওয়া ছবিটি পরিচালনা করেছেন আবু রায়হায় জুয়েল।
এই সিনেমায় অভিনয়ের কথা স্বীকার করে সিয়াম আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘আমার সঙ্গে কথা হয়েছে এই সিনেমা নিয়ে। তবে এখনও চূড়ান্ত হয়নি। ছবিটিতে কাজ করার ইচ্ছা আমার আছে।
নন্দিত সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ছবিটির চিত্রনাট্য করা হয়েছে।
পরীমণির সঙ্গে এর আগেও অভিনয় করেছিলেন সিয়াম। ‘বিশ্বসুন্দরী’ শিরোনামের একটি সিনেমায় জুটি বেঁধেছেন সিয়াম-পরী। সিনেমাটি চলতি বছরে মুক্তি পাবে।