মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর মাজারে রীভা গাঙ্গুলির পুষ্পস্তবক অর্পণ
দুরন্ত ডেস্ক
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাই কমিশনার রীভা গাঙ্গুলি। সোমবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ স্মরণে মুজিববর্ষ’র সূচনায় হাই কমিশনার রীভা গাঙ্গুলি দাশ গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সফর করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ করে হাই কমিশনার গভীর শ্রদ্ধায় বাংলাদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ও আত্মত্যাগের কথা স্মরণ করেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকীর বর্ষব্যাপী উদযাপন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।