খাগড়াছড়ির ৩৪ ভূমিহীন পরিবার পেলো পাকা বাড়ি
প্রতিবেদক, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা শহরের কুমিল্লাটিলা এলাকায় নির্মিত ‘বঙ্গবন্ধু পৌর আবাসন প্রকল্প’র সুবিধাভোগী ৩৪ পরিবারের মধ্যে পাকা বাড়ির চাবি তুলে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় আনুষ্ঠানিকভাবে চাবিগুলো হস্তান্তর করা হয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি প্রথমে প্রকল্প এলাকার প্রধান ফটকে ফিতা কেটে এবং নামফলক উন্মোচন করে আবাসন প্রকল্পের উদ্বোধন করেন। পরে এক সুধি সমাবেশে আনুষ্ঠানিকতার মাধ্যমে ভূমিহীন এসব পরিবার প্রধানদের হাতে বাড়ির চাবি তুলে দেওয়া হয়।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হেলাল উদ্দিন আহমেদ, খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়জুর রহমান, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো. রফিকুল আলমসহ পার্বত্য জেলা পরিষদ, জেলা প্রশাসন , জেলা পুলিশ প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।