এসএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার
প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এসএসসি পরীক্ষার তৃতীয় দিনে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৯ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পরীক্ষার তৃতীয় দিনে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে উপজেলার তিনটি কেন্দ্র থেকে ওই শিক্ষার্থীদের বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ এবং সহকারী কমিশনার (ভূমি) শাকিলা বিনতে মতিন অভিযান চালিয়ে সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চারজন ও কাদিরদী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে একজনসহ মোট নয় শিক্ষার্থীকে নকলের দায়ে বহিষ্কার করেন।