টাকা দিতে না পারায় বই কেড়ে নেওয়া প্রধান শিক্ষকের বদলি
প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীর জলঢাকায় বনভোজনের ৫০ টাকা দিতে না পারার জন্য বই কেড়ে নেওয়া সেই প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাককে অবশেষে বদলি করা হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি বদলি কার্যকর করে একটি অফিস আদেশ জারি করেছেন জলঢাকা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ।
এর আগে জাতীয় দৈনিক ইত্তেফাকে ‘৫০ টাকার জন্য শিক্ষার্থীর কাছ থেকে বই কেড়ে নেওয়ার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এর প্রায় এক সপ্তাহ পরই বদলির আদেশ জারি করা হল।
বদলির আদেশ সূত্রে জানা যায়, রংপুর বিভাগীয় উপ-পরিচালকের নির্দেশে বিতর্কিত ওই প্রধান শিক্ষককে অন্যত্র বদলি করে একই উপজেলার গোপালঝাড় পূর্ব চরভরট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে সেখানে যোগদান করতে বলা হয়েছে ওই আদেশে।