মুজিব বর্ষ উদ্যাপন করবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি
নিজস্ব প্রতিবেদক: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী সামনে রেখে বিভিন্ন ধরনের কর্মসূচি নিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুজিব বর্ষ সামনে রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্যসচিব ও সহকারী অ্যাটর্নি জেনারেল অবন্তী নূরুল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির ১৮তম ওই সভায় মুজিব বর্ষ সামনে রেখে কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চল ও কারাগারগুলোয় সরকারি আইন সহায়তা বিষয়ে প্রচারণাসামগ্রী পাঠানো, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড সেবার পরিধি আরও বিস্তৃত করার লক্ষ্যে আইনজীবীসহ বিভিন্ন অংশীজন বা বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়, ছুটির দিন জ্যেষ্ঠ আইনজীবীর মাধ্যমে আইনি পরামর্শ দেওয়া এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরকারি আইনি সহায়তা কার্যক্রমে সম্পৃক্ত করার বিষয় রয়েছে।