দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রতিনিধি, দিনাজপুর: দিনাজপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাকিব আহমেদ নামে এক পলিটেকনিকের ছাত্র নিহত হয়েছেন।
রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর শহরের হাউজিং মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিব আহমেদ (১৮) চিরিরবন্দর উপজেলার ভিয়াইল ইউনিয়নের ভাবকি গ্রামের আব্দুর রাজ্জাক ওরফে দুলাল হোসেনের ছেলে। তিনি দিনাজপুর পলিটেকনিক ইন্সটিটিউটের তৃতীয় বর্ষের ছাত্র।
স্থানীয়রা জানান, চিরিরবন্দর উপজেলার ভাবকি গ্রামের রাকিব আহমেদ পলিটেনিক ইন্সটিটিউটের উদ্দেশে বাড়ি থেকে মোটরসাইকেলে করে দিনাজপুর শহরে যাচ্ছিলেন। পথে দিনাজপুরের হাউজিং মোড়ে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, দিনাজপুর শহরের হাউজিং মোড়ে একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রাকিবের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে বলে জানান তিনি।