করোনা প্রতিরোধে পদক্ষেপ নিতে লিগ্যাল নোটিশ
নিজস্ব প্রতিবেদক: চীনের প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী যথাযথ পদক্ষেপ নিতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
রোববার (৯ ফেব্রুয়ারি) ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশনের পক্ষে সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ূন কবির পল্লব রেজিস্ট্রি ডাকযোগে ৪৮ ঘণ্টার সময় দিয়ে এ নোটিশ পাঠান।
স্বাস্থ্যসচিব, পররাষ্ট্রসচিব, স্বরাষ্ট্রসচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, আইসিসিডিআর,বি এর পরিচালক এবং ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক বরাবর এ নোটিশ পাঠানো হয়।
বেঁধে দেওয়া সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।