ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ব্রিটেন
দূরন্ত ডেক্স : ঘূর্ণিঝড় সিয়েরার আঘাতে বিপর্যস্ত হয় ব্রিটেন। গতকালের ঝড়ে পরিবহন ব্যবস্থা অচল হয়ে পড়ে। ট্রেন ও ফেরি সার্ভিস বন্ধ রয়েছে। বিমানের অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে। অনেক স্থানে বন্যার সৃষ্টি হয়। বেশ কয়েকটি খেলাও স্থগিত করতে হয়েছে।
উত্তর ইংল্যান্ড সবচেয়ে বেশি বন্যার কবলে পড়তে পারে আশঙ্কা করা হচ্ছে। এতে বাতাসের গতিবেগ ঘন্টায় ৮০ মাইল অনেক উঁচু রাস্তার দোকানও পানির নিচে ডুবে গেছে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, ঘরের মধ্যে পানি ঢুকে গেছে। বাসিন্দারা দুর্বিষহ জীবনের মধ্যে পড়েছেন। দেশটি ২৪০টিরও বেশি স্থানে বন্যার সতর্কতা জারি করেছে আবহাওয়া বিভাগ।