করোনা আতঙ্ক: বিখ্যাত টিভি কারখানায় তৈরি হচ্ছে লক্ষ লক্ষ ফেস মাস্ক!
দুরন্ত ডেস্ক: জাপানের টিভি প্রস্তুতকারক সংস্থা শার্প। কিন্তু সেই কারখানায় এখন টেলিভিশনের বদলে তৈরি হচ্ছে মাস্ক। ভারতীয় গনমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এমনটি জানানো হয়।
চিনে ভয়াবহ রূপ নিয়েছে করোনাভাইরাস। সেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে জাপানেও। এমনিতেই জাপানিরা ফেস মাস্ক ব্যবহার করেন। শীতের সময় নিরাপদে থাকতে অনেকেই এই মাস্ক ব্যবহার করেন। কিন্তু করোনাভাইরাস আতঙ্ক ছড়াতেই সারা জাপান জুড়ে বেড়েছে এই মাস্কের চাহিদা। সেই চাহিদা মেটাতেই মাস্ক তৈরি শুরু করেছে জাপানের টিভি সংস্থাটি।
জাপানের কামেয়ামাতে রয়েছে শার্পের ফ্যাক্টরি। সেখানে টিভি অ্যাসেম্বল করা ছাড়াও তৈরি হয় এলসিডি টিভি। সেই ফ্যাক্টরিতেই এখন তৈরি হচ্ছে সংক্রমণ প্রতিরোধে সক্ষম মাস্ক। একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুসারে, এখন রোজ প্রায় দেড় লক্ষ মাস্ক বানানো হচ্ছে সেখানে। তবে এই মাসের শেষে দৈনিক পাঁচ লক্ষ মাস্ক তৈরি করার লক্ষ্যমাত্রা রেখেছে তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুযায়ীই সেখানে মাস্ক তৈরি হচ্ছে বলে জানিয়েছে ওই সংবাদ সংস্থা।