বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত
সংবাদদাতা, বগুড়া: বগুড়ার ধুনটে ব্যাটারী চালিত ইজি বাইক ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হাফেজ রহমুতুল্লাহ (৮) নামে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকাল ১০টায় ধুনট-সোনামুখি সড়কের পূর্বভরনশাহী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাফেজ রহমুতুল্লাহ উপজেলার এলাঙ্গী ইউনিয়নের রাঙ্গামাটি গ্রামের মিঠু মন্ডলের ছেলে ও ধুনট বাজারের আল-কোরআন একাডেমির শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সকাল ১০টায় হাফেজ রহমুতুল্লাহ বাই সাইকেল চালিয়ে ধুনট বাজারের দিকে যাচ্ছিল। এ সময় পূর্বভরনশাহী এলাকায় ব্যাটারী চালিত একটি ইজি বাইকের সঙ্গে তার বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।