করোনা আতঙ্কে এবার হোলি খেলছেন না মোদি
দুরন্ত ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস আতঙ্কে এবারের হোলি উৎসবে যোগ দিচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৪ মার্চ) সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনটি জানান।
টুইট বার্তায় মোদি বলেন, বিশেষজ্ঞরা করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বড় কোন জন সমাগম এড়ানোর পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শ মেনেই এইবারের হোলি উৎসবে আমি না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে মঙ্গলবার একটি টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছিলেন, করোনা নিয়ে ভয়ের কিছু নেই। ওই টুইটে ভারতীয় প্রধানমন্ত্রী সবাইকে করোনা প্রতিরোধে এক সঙ্গে কাজ করার আহ্বানও জানিয়েছিলেন।
করোনা ভাইরাসে ভারতে নতুন করে আরো ১৫ জন আক্রান্ত হয়েছেন। তবে এদের সবাই ইতালির পর্যটক। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি পুরো বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে ।
গত ডিসেম্বরে প্রথমে চীনের হুবেই প্রদেশের উহানে মহামারি আকারে ছড়িয়ে পড়ে করোনা। ভাইরাসটিতে বিশ্বব্যাপী ইতিমধ্যে মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে।