বাসের ধাক্কায় ঢাবি শিক্ষার্থী নিহত
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বনানীতে সেতু ভবনের কাছে এনা পরিবহনের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফয়সাল আহমেদ (২৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাইয়ুম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফয়সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন কোর্সে (ইভিনিং প্রোগ্রাম) এমবিএ-এর শিক্ষার্থী ছিলেন। তিনি পিরোজপুরের কাউখালী উপজেলার আবুল হোসেনের ছেলে।