নোয়াখালীতে বাসচাপায় কলেজছাত্র নিহত
সংবাদদাতা, নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার রাস্তারমাথা এলাকায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী কলেজছাত্র নিহত হয়েছেন। তাঁর নাম এ বি ছিদ্দিক ওরফে নাঈম (১৮)। সোমবার (৭মার্চ ) সকাল নয়টার দিকে ফেনী-নোয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী আহত হয়েছেন। তাঁকে উদ্ধার করে সেবারহাটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিজ জানায়, নিহত এ বি ছিদ্দিক ফেনীর দাগনভূঞার ইকবাল মেমোরিয়াল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার বীজবাগ ইউনিয়নের বালিয়াকান্দি এলাকায়। বাবার নাম নুরনবী মানিক।
পুলিশ ও স্থানীয় লোকজনের ভাষ্য, আজ সকাল নয়টার দিকে কলেজছাত্র ছিদ্দিক গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলে করে কলেজে যাচ্ছিলেন। পথে সেনবাগ রাস্তার মাথা এলাকায় বিআরটিসির যাত্রীবাহী বাস আরেকটি বাসকে ওভারটেক করে যাওয়ার সময় মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়লে আরোহী এ বি ছিদ্দিক ঘটনাস্থলে নিহত হন। অপর আরোহী আহত হন। চাপা দেওয়ার পর বাসটি পালিয়ে যায়।
এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন মৃধা। তিনি বলেন, দ্রুতগামী যাত্রীবাহী বাস চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।